মাউন্ট এভারেষ্ট পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ

 

Mount Everest
পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেষ্ট

দক্ষিণ এশিয়ার পাকিস্তান, আফগানিস্তান, ভারত, চীন, নেপাল ও ভূটানের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে হিমালয় পর্বতমালা অবস্থিত। এই পর্বতমালার মধ্যে সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম মাউন্ট এভারেষ্ট। শৃঙ্গটি চীন নেপাল সীমান্তে অবস্থিত।

সর্বোচ্চ শৃঙ্গের নাম: মাউন্ট এভারেষ্ট (Mount Everest)
উচ্চতা: ৮,৮৪৮ মি, ২৯,০২৯ ফুট
অবস্থান: চীন নেপাল সীমান্তে নেপালের
সোলুখুম্বু জেলার সগরমাথা।


মাউন্ট এভারেষ্টসহ হিমালয় পর্বতমালার কিছু চিত্র

হিমালয় পর্বতমালা

মাউন্ট এভারেষ্ট

তিব্বতীয় পর্বত শৃঙ্গ

 

মাউন্ট এভারেষ্ট স্যাটেলাইট ম্যাপ



তথ্য সুত্র: হিমালয় পর্বতমালা, মাউন্ট এভারেষ্ট, উইকিপিডিয়া।