Results for "দেশ পরিচিত"
পদ্মা নদী

বাংলাদেশের প্রধান নদী পদ্মা। এটি বাংলাদেশের দ্বিতীয় দীর্ঘতম নদী। রাজশাহী শহর এই পদ্মার উত্তর তীরে অবস্থিত।



পদ্মার গভীরতা হচ্ছে ১,৫৭১ ফুট (৪৭৯ মিটার) এবং গড় গভীরতা ৯৬৮ফুট (২৯৫ মিটার)। বাংলাদেশে নদীটির দৈর্ঘ্য ১২০ কিলোমিটার, গড় প্রস্থ ১০ কিলোমিটার। গঙ্গা নদী হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়ে রাজশাহী জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে তারপর এখান থেকে নদীটির নাম পদ্মা হয়। উৎপত্তিস্থল থেকে ২২০০ কিলোমিটার দূরে গোয়ালন্দে যমুনা নদীর সাথে মিলিত হয়ে মিলিত প্রবাহ পদ্মা নামে আরও পূর্ব দিকে চাঁদপুর জেলায় মেঘনা নদীর সাথে মিলিত হয়েছে। সবশেষে পদ্মা-মেঘনার মিলিত প্রবাহ মেঘনা নাম ধারণ করে দক্ষিণে বঙ্গোপসাগরের সাথে মিলিত হয়।

দেশ:             বাংলাদেশ
জেলাসমূহ: নবাবগঞ্জ, রাজশাহী, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, নাটোর,পাবনা, কুষ্টিয়া, মাদারীপুর, শরীয়তপুর,                          ফরিদপুর, রাজবাড়ী, চাঁদপুর
উৎস:           গঙ্গা
দৈর্ঘ্য:           ১২০ কিলোমিটার (৭৫ মাইল)

তথ্য সূত্র: পদ্মা নদী, উইকিপিডিয়া

রোদ Friday, June 24, 2022
বেলজিয়ামের সংক্ষিপ্ত পরিচয়
উত্তর-পশ্চিম ইউরোপের দেশগুলোর মধ্যে বেলজিয়াম একটি। এটি একটি সাংবিধানিক রাজতন্ত্র। বেলজিয়াম তিনটি অঞ্চলে বিভক্ত- ফ্ল্যান্ডার্স, ওয়ালোনিয়া এবং ব্রাসেলস ক্যাপিটাল সিটি। ইউরোপীয় ইউনিয়নের প্রতিষ্ঠাতা সদস্য বেলজিয়াম। বেলজিয়াম ফ্রান্স এবং উত্তর ইউরোপের সমভূমির মধ্যস্থলে অবস্থিত। উত্তরে উত্তর সাগর। দেশটি ইউরোপের একটি ভৌগোলিক সঙ্গমস্থলে অবস্থিত হওয়ায় মধ্যযুগ থেকেই একটি প্রধান বাণিজ্যিক কেন্দ্র। দেশটি উত্তর সাগরের মাধ্যমে বাকী বিশ্বের সাথে বাণিজ্য চালায়। সামরিক কৌশলগত দিক থেকেও বেলজিয়ামের অবস্থান গুরুত্বপূর্ণ। এই অঞ্চলটির নিয়ন্ত্রণ নিয়ে বহু যুদ্ধ হয়েছে। বেলজিয়াম ১৮৩০ সালে স্বাধীনতা লাভ করে।

রাজধানী: ব্রাসেল্‌
সরকারি ভাষা: ওলন্দাজ, ফরাসি, জার্মান
জনসংখ্যা(২০০৯ আনুমানিক): ১০,৪১৪,৩৩৬
মুদ্রা: ইউরো
গাড়ী চালনার দিক: ডান দিক
কলিং কোড: +৩২
ইন্টারনেট টিএলডি: .be

তথ্য সূত্র: বেলজিয়াম, উইকিপিডিয়া

রোদ Friday, June 4, 2021
জার্মানির সংক্ষিপ্ত পরিচয়
ইউরোপের মধ্যে জার্মানি অন্যতম প্রধান শিল্পোন্নত দেশ। এটি ১৬টি রাজ্য নিয়ে গঠিত। জার্মানি আয়তনের দিক থেকে ৭ম বৃহত্তম রাষ্ট্র। মিত্রশক্তি যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, এবং সোভিয়েত ইউনিয়ন ১৯৪৫ সালে জার্মানিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজিত করে। মিত্রশক্তি দেশটিকে চারটি অঞ্চলে ভাগ করে: ব্রিটিশ, ফরাসি, মার্কিন ও সোভিয়েত সেনারা একেকটি অঞ্চলের দায়িত্ব নিয়েছিল। ১৯৪০-এর দশকের শেষে সোভিয়েত ইউনিয়ন এবং পশ্চিমা শক্তিগুলির মধ্যকার মিত্রতা ভেঙে গেলে সোভিয়েত অঞ্চলটি জার্মান গণতান্ত্রিক প্রজাতন্ত্র তথা পূর্ব জার্মানিতে পরিণত হয়। পশ্চিম জার্মানি পশ্চিম-নিয়ন্ত্রিত বাকী তিন অঞ্চল একত্রিত হয়ে গঠন করে। পূর্ব ও পশ্চিম বার্লিনের বাসিন্দারা বার্লিন প্রাচীর (বার্লিন প্রাচীর  ছিলো একটি সুরক্ষিত কংক্রিটের অন্তরায়, যা ১৯৬১ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত আক্ষরিক ও মতাদর্শগতভাবে বার্লিন শহরকে বিভক্ত করেছিল) ভেঙে ফেলে। পূর্ব ইউরোপে সাম্যবাদের পতন ও জার্মানির পুনঃএকত্রীকরণের প্রতীক হিসেবে এই ঘটনাটিকে গণ্য করা হয়। ১৯৯০ সালের ৩রা অক্টোবর দুই জার্মানি আনন্দ উৎসবের মধ্য দিয়ে একত্রিত হয়ে জার্মান ফেডারেল প্রজাতন্ত্র গঠন করে।

রাজধানী: বার্লিন
সরকারি ভাষা: জার্মান
আয়তন: ৩,৫৭,৩৮৬ কিমি (১,৩৭,৯৮৮ মা)
জনসংখ্যা(২০১৮ আনুমানিক): ৮২,৮০০,০০০
মুদ্রা: ইউরো
গাড়ী চালনার দিক: ডান
কলিং কোড: +49
ইন্টারনেট টিএলডি: .de

তথ্য সূত্র: জার্মানি, উইকিপিডিয়া

রোদ Thursday, June 3, 2021
বেলারুশ দেশের পরিচয়
বেলারুশের সরকারী নাম বেলারুশ প্রজাতন্ত্র। উত্তরে ও পূর্বে রাশিয়া, দক্ষিণে ইউক্রেন, পশ্চিমে পোল্যান্ড, এবং উত্তর-পশ্চিমে বাল্টিক প্রজাতন্ত্র লিথুয়ানিয়া ও লাটভিয়া। মধ্যযুগ থেকে পোল্যান্ডের ডিউক রাজত্ব, লিথুয়ানিয়ার ডিউক রাজত্ব, এবং পোলীয়-লিথুয়ানীয় কমনওয়েলথ এর শাসনের অধীনে বেলারুশ দেশটি ছিল। বেলারুশে মধ্য-১৯শ শতকে জাতীয়তাবাদী ও সাংস্কৃতিক জাগরণ ঘটে। বেলোরুশীয় সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে বেলারুশ রাষ্ট্র ১৯১৯ সালে প্রতিষ্ঠিত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে দেশটির প্রভূত ক্ষয়ক্ষতি হয়। যুদ্ধ শেষ হওয়ার পরের বছরগুলিতে বেলারুশ ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠে। বেলারুশের আইনসভা দেশটির সার্বভৌমত্ব ১৯৯১ সালের ২৭শে জুলাই ঘোষণা করেন। দেশটি আগস্ট মাসে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি পায় এবং এর মাধ্যমে ডিসেম্বরে সোভিয়েত ইউনিয়নের পতনে ভূমিকা রাখে।


রাজধানী: মিন্‌স্ক
সরকারি ভাষা: বেলারুশীয় রুশ
আয়তন: ২,০৭,৫৯৫ কিমি(৮০,১৫৩ মা)
জনসংখ্যা২০১৬ আনুমানিক: 9,498,700
মুদ্রা: New Belarusian ruble
সময় অঞ্চল: ইউটিসি+৩
গাড়ী চালনার দিক: ডান
কলিং কোড: +৩৭৫
ইন্টারনেট টিএলডি: .by

তথ্য সূত্র: বেলারুশ, উইকিপিডিয়া

রোদ Thursday, May 27, 2021
ইউরোপ মহাদেশের একটি রাষ্ট্র সুইডেন
ইউরোপ মহাদেশের একটি রাষ্ট্র সুইডেন। রাজধানীর নাম স্টকহোম। এই রাষ্ট্রের উত্তর-পূর্ব দিকে রয়েছে ফিনল্যান্ড, পশ্চিম দিকে নরওয়ে ও দক্ষিণ-পশ্চিম দিকে ওরেসুন্দ সেতু যা দিয়ে ডেনমার্ক যাওয়া যায়। স্ক্যান্ডিনেভীয় দেশেগুলোর বৃহত্তম রাষ্ট্র সুইডেন। দেশটি ইউরোপের তৃতীয় সর্ববৃহৎ দেশ। মাত্র ২১ জন মানুষ প্রতি বর্গ কিলোমিটারে বসবাস করে। জনসংখ্যার প্রায় ৮৫% শহরকেন্দ্রিক এবং দেশের দক্ষিণপ্রান্তে অবস্থিত শহরসমূহে বসবাস করে। সুইডেন ঊনবিংশ শতক থেকেই একটি শান্তিপূর্ন দেশ হিসেবে নিজের অবস্থান বজায় রেখেছে এবং কোন ধরনের যুদ্ধে জড়ানো থেকে বিরত থেকেছে।


রাজধানী: স্টকহোম
সরকারি ভাষা: সুয়েডীয় ভাষা
আয়তন: ৪,৪৯,৯৬৪ বর্গকিলোমিটার বা ১,৭৩,৭৩২ বর্গমাইল
জনসংখ্যা(2012 আদমশুমারি): ৯,৫৫৫,৮৯৩
মুদ্রা: Swedish krona
কলিং কোড: 46
ইন্টারনেট টিএলডি: .se

তথ্য সূত্র: সুইডেন, উইকিপিডিয়া

রোদ Wednesday, March 24, 2021
পশ্চিম আফ্রিকার একটি রাষ্ট্র ঘানা

পশ্চিম আফ্রিকার একটি রাষ্ট্র ঘানা বা গানা। এটি গোল্ড কোস্ট নামের একটি ব্রিটিশ উপনিবেশ ছিল ১৯৫৭ সাল পর্যন্ত। ঘানার কয়েকশ মাইল উত্তর-পশ্চিমের নাইজার নদীর তীরে অবস্থিত মধ্যযুগীয় সাম্রাজ্য ঘানার নামে দেশটির নামকরণ করা হয়।

দেশটিতে ১০০-রও বেশি জাতির লোক বসবাস করে। আফ্রিকার অন্যতম শক্তিশালী অর্থনীতিগুলোর মধ্যে একটি ঘানার অর্থনীতি, তবে এখনও দেশটির অর্থনীতির মূল ভিত্তি হচ্ছে কৃষি। প্রাচীন ঘানাতে ব্রোঞ্জ যুগ থেকে মানুষের বসবাস ছিল তা প্রমাণ করে প্রগৌতিহাসিক যুগের নির্দশন। যদিও আধুনিক ঘানার দখল এগারো শতক পর্যন্ত ছিল। আকান জনগোষ্ঠী বুনুমান নামের জনবসতি এগারো শতকের প্রথমদিকে গড়ে তোলে। ষোল শতকে এই অঞ্চলেই গা ও দাগোমবা নামের দুটি ভিন্ন রাষ্ট্র গড়ে উঠেছিল।

রাজধানী: আক্রা
সরকারি ভাষা: ইংরেজি
আয়তন: ২,৩৮,৫৩৫ বর্গকিলোমিটার বা ৯২,০৯৯ বর্গমাইল
জনসংখ্যা(২০১৪ আনুমানিক): ২,৭০,৪৩,০৯৩
মুদ্রা: ঘানাইয়ান সেডি
কলিং কোড: ২৩৩
ইন্টারনেট টিএলডি: .জিএইস

তথ্য সূত্র: ঘানা, উইকিপিডিয়া

রোদ Sunday, March 14, 2021
ফিনল্যান্ডের সংক্ষিপ্ত পরিচয়

উত্তর-পশ্চিম ইউরোপে বাল্টিক সাগরের উপকূলে ফিনল্যান্ড অবস্থিত। ইউরোপের সবচেয়ে উত্তরে অবস্থিত দেশগুলোর একটি ফিনল্যান্ড। সুমেরুবৃত্তের উত্তরে এর এক-তৃতীয়াংশ এলাকা অবস্থিত। এখানে ঘন সবুজ অরণ্য ও প্রচুর হ্রদ রয়েছে।




দেশটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে সক্রিয়ভাবে জড়িয়ে পরে। সোভিয়েত রাশিয়া ১৯৩৯-৪০ এর ৩ মাসব্যাপী শীতকালীন যুদ্ধে ফিনল্যাণ্ড আক্রমণ করে। হেলসিঙ্কিতে সেসময় বিপুল বোমাবর্ষণ হয়। ফিনল্যাণ্ড উপসাগরে সোভিয়েত কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয় মস্কো শান্তি চুক্তির মাধ্যমে যুদ্ধবিরতি হলেও। অপারেশন বারবারোসায় ফিনল্যান্ডের নাৎজি সমর্থনের প্রেক্ষিতে জুন পূর্ব রণাঙ্গন-এর সূত্রপাত হিসেবে ১৯৪১ থেকে সোভিয়েতের সাথে ৩ বছরব্যাপী চলমানযুদ্ধে লিপ্ত হয়। যুদ্ধের মধ্যে হেলসিঙ্কিতে বিমান হামলা অনেকটা রুখে দেয়া সক্ষম হয়। ১৯৪৪ সেপ্টেম্বর এ ফিনিস প্রধানমন্ত্রী আনত্তি হ্যাকজেল এর কূটনৈতিক তৎপরতায় যুদ্ধবিরাম হয়।

রাজধানী:
হেলসিঙ্কি
সরকারি ভাষা: ফিনীয়, সুয়েডীয়
জনসংখ্যা(২০০৭ আনুমানিক): ৫,২৮৮,৪৮৩
মুদ্রা: ইউরো
কলিং কোড: ৩৫৮
ইন্টারনেট টিএলডি: .এফআই

তথ্য সূত্র: ফিনল্যান্ড, উইকিপিডিয়া

রোদ Saturday, March 13, 2021
মালির সংক্ষিপ্ত পরিচয়

পশ্চিম আফ্রিকার একটি রাষ্ট্র মালি। দেশটি ১৮৯৫ থেকে ১৯৫৯ সাল পর্যন্ত ফরাসিদের অধিকারে ছিলো। ১৯৬০ সালে মালি স্বাধীন হয়। মালি স্বৈরশাসন থেকে ১৯৯১ সালে মুক্ত হয় এক সেনা অভ্যুত্থানের মাধ্যমে। গণতান্ত্রিক নির্বাচন ১৯৯২ সালে অনুষ্ঠিত হয়। দেশটির অধিকাংশ মানুষ ইসলাম ধর্মাবলম্বী। দেশের উত্তর প্রান্তে তুয়ারেগ জাতি গোষ্ঠীর বিদ্রোহ ২০১১ সাল থেকে দেখা দেয়। মাঝা্রি পদের কিছু সেনা ২০১২ সালের ২২ মার্চে বিদ্রোহ দমনে সরকারী ব্যর্থতার অভিযোগে রাষ্ট্রপতি আমাদো টোরেকে ক্ষমতাচ্যূত করে সামরিক শাসন জারি করে। ইকনমি কমিউনিটি অব ওয়েস্ট আফ্রিকান স্টেটস'এর মধ্যস্থতায় এপ্রিল মাসে অসামরিক শাসন পুনর্বহাল হয়, অন্তর্বর্তী রাষ্ট্রপতি হন ডিওনকোন্ডা ট্রারোরে। অভ্যুত্থান পরবর্তী বিশৃঙ্খল পরিস্থিতির সুযোগ নিয়ে দেশের উত্তর প্রান্তের তিনটি অঞ্চল অধিকার করে নেয় বিদ্রোহীরা। অঞ্চলগুলো ২০১৩ সালের জানুয়ারি মাসে পুনর্দখলে অভিযান শুরু করে সেনাবাহিনী। ২০১৩ সালের মাঝামাঝি সময়ে দেশে নির্বাচন হওয়ার কথা।


রাজধানী: বামাকো
সরকারি ভাষা: ফরাসি
আয়তন: ১২,৪০,১৯২ বর্গকিলোমিটার বা ৪,৭৮,৮৪১ বর্গমাইল
জনসংখ্যা(এপ্রিল ২০০৯ আদমশুমারি): 14,517,176
মুদ্রা: CFA franc (XOF)
কলিং কোড: ২২৩
ইন্টারনেট টিএলডি: .ml

তথ্য সূত্র: মালি, উইকিপিডিয়া

রোদ Friday, March 12, 2021
লিবিয়ার সংক্ষিপ্ত পরিচয়

উত্তর আফ্রিকাতে ভূমধ্যসাগরের দক্ষিণ তীরে লিবিয়া রাষ্ট্রটি অবস্থিত। আফ্রিকার বৃহত্তম রাষ্ট্রগুলোর মধ্যে লিবিয়া একটি। দেশটির প্রায় সমস্ত লোক উপকূলবর্তী অঞ্চলে বাস করে। ত্রিপোলিতানিয়া, ফেজ, ও সিরেনাইকা হলো লিবিয়ার তিনটি প্রধান অঞ্চল। খনিজ তেল আবিষ্কারের আগে ১৯৫০-এর দশকে লিবিয়া একটি দরিদ্র রাষ্ট্র ছিল। লিবিয়া আফ্রিকার সবচেয়ে ধনী দেশগুলোর তখন হয়েছিলো যখন পেট্রোলিয়ামের বিরাট মজুদ আবিষ্কার হয়।


প্রথমে রোম, কার্থেজ এবং ভ্যান্ডালস দের দ্বারা পরপর এই দেশ শাসিত হয়। মধ্য যুগে মরক্কো, মিশর এবং আরব আধিপত্য বিস্তারের চেষ্টা করে। স্পেন এবং মাল্টার নাইট গণ ১৬শ শতাব্দি তে কিছুদিনের জন্য এর উপর কর্তৃত্ব করে। লিবিয়া ১৫৫১ থেকে ১৯১১ সাল পর্যন্ত তুর্কি দের অধীনে ছিল। তারপর ইতালির অধীনে। লিবিয়া ২য় বিশ্বযুদ্ধে ছিল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা। লিবিয়া দেশটি ১৯৫১ সালের ২৪শে ডিসেম্বর স্বাধীনতা লাভ করে। দেশটি ১৯৫৩ সালে আরব লীগের সদস্য হয় এবং ১৯৫৫ সালে জাতিসংঘের।

রাজধানী: ত্রিপোলি
সরকারি ভাষা: আরবি
আয়তন: ১৭,৫৯,৫৪১ বর্গকিলোমিটার বা ৬,৭৯,৩৬৩ বর্গমাইল
জনসংখ্যা(২০০৯ আনুমানিক): ৬,৪২০,০০০
মুদ্রা: দিনার
সময় অঞ্চল: ইউটিসি: +২
কলিং কোড: ২১৮
ইন্টারনেট টিএলডি: .ly

তথ্য সূত্র: লিবিয়া, উইকিপিডিয়া

রোদ Thursday, March 11, 2021
সুদানের সংক্ষিপ্ত পরিচয়

আফ্রিকা মহাদেশের উত্তরাঞ্চলের সুদান একটি রাষ্ট্র। রাজধানীর নাম খার্তুম। সুদান প্রজাতন্ত্র এর সরকারী নাম। সুদানে ৬০ হাজার বছর আগেও মানব বসতি ছিল। প্রততাত্ত্বিক নিদর্শন থেকে এর প্রমাণ পাওয়া যায়।


এ অঞ্চলে প্রায় আট হাজার বছর আগে স্থায়ীভাবে মানববসতি শুরু হয়। সুদানের সাথে মিসরের শক্তিশালী ধর্মীয় ও সাংস্কৃতিক বন্ধন ছিল প্রাচীনকাল থেকেই। ‘কুশ’ তখন সুদানের সবচেয়ে সমৃদ্ধ রাজ্য ছিল। কুশের রাজধানী ছিল ‘নাপাটা’। কুশ রাজা কাস্তা ৭৫০ খ্রিষ্টপূর্বাব্দে মিসর দখল করে নেন। পরে ওই অঞ্চলে প্রায় ২০০ বছর তার উত্তরাধিকারীরা কুশ সাম্রাজ্য টিকিয়ে রাখে। সর্বশেষ কুশ রাজা ৬৬৩ খ্রিষ্টপূর্বাব্দে মিসর থেকে রাজত্ব গুটিয়ে নাপাটে ফিরে আসেন। ব্রিটিশরা ১৮৯০ সালে সুদানে আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করে। ব্রিটিশরা বহু চেষ্টার পর ১৮৯৯ সালে ইঙ্গ-মিসরীয় সুদান প্রতিষ্ঠা করে। যার ফলে এক মিসরীয় গভর্নরের হাতে সুদান শাসনের ভার ন্যস্ত হয়। এ গভর্নর ব্রিটিশ সরকারের পরামর্শে নিয়োগ করা হতো। মূলত এ সময় সুদান ব্রিটিশ কলোনি হিসেবে পরিচিত ছিল। ব্রিটিশরা ১৯২৪ থেকে ১৯৫৬ সাল পর্যন্ত সুদানকে দু’টি ভাগে ভাগ করে শাসন করত। সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের আধিপত্য দেশটির উত্তরাঞ্চলে এবং খ্রিষ্টানদের আধিপত্য দক্ষিণাঞ্চলে টিকিয়ে রেখে। সুদান ব্রিটিশদের কাছ থেকে ১৯৫৬ সালে স্বাধীনতা লাভ করে।

রাজধানী:
খার্তুম
আয়তন: ১৮,৮৬,০৬৮ বর্গকিলোমিটার বা ৭,২৮,২১৫ বর্গমাইল
জনসংখ্যা(২০১৭ আনুমানিক): 38,647,803
মুদ্রা: সুদানিজ পাউন্ড
সময় অঞ্চল: ইউটিসি+৩
কলিং কোড: ২৪৯
ইন্টারনেট টিএলডি: .sd

তথ্য সূত্র: সুদান, উইকিপিডিয়া

রোদ Wednesday, February 24, 2021
মরক্কোর সংক্ষিপ্ত পরিচয়

উত্তর আফ্রিকার একটি স্বাধীন রাষ্ট্র মরক্কো বা মরক্কো রাজ্য। রাজধানীর নাম রাবাত। দেশটি উত্তরে ভূমধ্যসাগরের জিব্রাল্টার প্রণালী এবং আটলান্টিক মহাসাগরের এর তীরবর্তী পর্যন্ত বিস্তৃত।


মরক্কো অঞ্চলের মানব বসতির ইতিহাস সর্বপ্রথম নিম্ন প্রত্নপ্রস্তরযুগীয় কাল থেকে জেবেল ইরহাউড নামে পরিচিত ছিল। প্রত্নতাত্ত্বিক প্রমাণ থেকে পাওয়া যায় যে, কমপক্ষে ৪,০০,০০০ বছর পূর্বে হোমিনিডরা এ অঞ্চলে বসতি গেঁড়েছিল। যদিও এরও দুই হাজার বছর পূর্বে স্থানীয় বার্বাররা অঞ্চলটিতে বসতি স্থাপন করেছিল। উপকূলীয় অঞ্চলসমূহের উপর দ্যা সিটি স্টেট অব কারথেজ খ্রিষ্টপূর্ব ৫ম অব্দে তাদের কর্তৃত্ব বিস্তার করে। খ্রিষ্টপূর্ব ৩য় অব্দের শেষ পর্যন্ত তারা সেখানে অবস্থান করেছিল, যখন স্থানীয় সম্রাটরা হিন্টারলেন্ট শাসন করেছিল। যখন এটি রোমান সাম্রাজ্যভুক্ত ছিল তখন স্থানীয় বার্বার সম্রাটরা রাজ্যটি খ্রিষ্টপূর্ব ৩য় শতাব্দী থেকে শুরু করে ৪০ খ্রীস্টাব্দ পর্যন্ত শাসন করেছিল। মুসলমানরা ৮ম শতাব্দীর শুরুর দিকে অঞ্চলটি জয় করেছিল। কিন্তু উমাইয়া খেলাফত থেকে ৭৮০ সালের বার্বার বিদ্রোহের পরে সরে যেতে হয়েছিল। ১৫৪৯ সাল থেকে ১৬৫৯ সাল পর্যন্ত সাদী রাজবংশ দেশটি শাসন করেছিল। ফেজ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ১৯১২ সালে প্রথম মরক্কীয় সংকট ও আগাদীর সংকটের পর। ফলে মরক্কো বিভক্ত হয়ে ফ্রান্স ও স্পেনের আশ্রিত রাজ্যে পরিণত হয়েছিল। ফ্রান্সীয় শাসনের ৪৪ বছর পর ১৯৫৬ সালে মরক্কো ফ্রান্স থেকে স্বাধীনতা অর্জন করেছিল।

এক নজরে মরক্কোর কিছু গুরুত্বপূর্ণ পরিসংখ্যান

সাংবিধানিক নাম: মরক্কো রাজ্য
রাজধানী: রাবাত
মোট আয়তন: ৭,১০,৮৫০ বর্গকিলোমিটার বা ২,৭৪,৪৬০ বর্গমাইল বা ৪৪৬,৫৫০কি.মি
মোট জনসংখ্যা: ৩৩,৮৪৮,২৪২
রাষ্ট্র ভাষা: আরবি
মুদ্রার নাম: দিরহাম

আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডায়ালিং কোড : +২১২
আন্তর্জাতিক সময় অঞ্চল UTC / GMT: ইউটিসি+১

রোদ Tuesday, February 23, 2021
অস্ট্রেলিয়ার সংক্ষিপ্ত পরিচয়

 অস্ট্রেলিয়ার হচ্ছে একটি দ্বীপ-মহাদেশ। এশিয়ার দক্ষিণ-পূর্বে ওশেনিয়া অঞ্চলে অবস্থিত। দেশটির পূর্বে প্রবাল সাগর এবং তাসমান সাগর, পশ্চিমে ভারত মহাসাগর, উত্তরে তিমুর সাগর, আরাফুরা সাগর, ও টরেস প্রণালী; দক্ষিণে ব্যাস প্রণালী ও ভারত মহাসাগর অবস্থিত।


দেশটি প্রায় ৪০০০ কিমি পূর্ব-পশ্চিমে এবং উত্তর-দক্ষিণে প্রায় ৩৭০০ কিমি দীর্ঘ। অস্ট্রেলিয়া বিশ্বের ক্ষুদ্রতম মহাদেশ হলেও বিশ্বের ৬ষ্ঠ বৃহত্তম দেশ। ক্যানবেরা হচ্ছে অস্ট্রেলিয়ার রাজধানী। বৃহত্তম শহর সিডনী। এই দুইটি শহরই দক্ষিণ-পূর্ব অস্ট্রেলিয়ায় অবস্থিত। বিশ্বের বৃহত্তম প্রবাল প্রাচীর হচ্ছে গ্রেট ব্যারিয়ার রিফ। অস্ট্রেলিয়ার উত্তর-পূর্ব সীমান্ত ধরে প্রায় ২০১০ কিমি জুড়ে এটি বিস্তৃত। ৬টি অঙ্গরাজ্য নিয়ে অস্ট্রেলিয়া গঠিত - কুইন্সল্যান্ড, নিউ সাউথ ওয়েল্স, তাসমানিয়া, দক্ষিণ অস্ট্রেলিয়া, ভিক্টোরিয়া, ও পশ্চিম অস্ট্রেলিয়া। আরও আছে দুইটি টেরিটরি — উত্তর টেরিটরি এবং অস্ট্রেলীয় রাজধানী টেরিটরি। ১৭শ শতাব্দীর পূর্ব পর্যন্ত বিশ্বের কাছে দ্বীপটি অজানা ছিল। দক্ষিণ-পূর্ব অস্ট্রেলিয়ার পোর্ট জ্যাকসনে প্রথম স্থায়ী উপনিবেশ ১৭৮৮ সালে সৃষ্টি করা হয়; এটি ছিল ব্রিটিশ কয়েদিদের উপনিবেশ। ১৯শ শতক জুড়ে অস্ট্রেলিয়া এক গুচ্ছ ব্রিটিশ উপনিবেশ হিসেবে কাজ করত। ১৯০১ সালে এগুলি একত্র হয়ে স্বাধীন অস্ট্রেলিয়া গঠন করে।

রাজধানী: ক্যানবেরা
সরকারি ভাষা: None
আয়তন: ৭৬,১৭,৯৩০ বর্গকিলোমিটার বা ২৯,৪১,৩০০ বর্গমাইল
জনসংখ্যা(2006 আদমশুমারি): 19,855,288
মুদ্রা: Australian dollar
কলিং কোড: +61
ইন্টারনেট টিএলডি: .au

তথ্য সূত্র: অস্ট্রেলিয়া, উইকিপিডিয়া

রোদ Monday, February 22, 2021
নিউজিল্যান্ডের সংক্ষিপ্ত পরিচয়

দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরের ওশেনিয়া অঞ্চলে একটি দ্বীপরাষ্ট্র নিউজিল্যান্ড অবস্থিত। এটি মানচিত্রে অস্ট্রেলিয়া মহাদেশের কাছাকাছি অবস্থিত বলে মনে হলেও আসলে এটি অস্ট্রেলিয়া থেকে দক্ষিণ-পূর্বে ২০০০ কিলোমিটার দূরত্বে তাসমান সাগরে অবস্থিত। পলিনেশীয় বিভিন্ন জাতি প্রায় ৭০০ বছর আগে নিউজিল্যান্ড আবিষ্কার করে ও এখানে বসতি স্থাপন করে। প্রথম ইউরোপীয় অভিযাত্রী, ওলন্দাজ আবেল তাসমান ১৬৪২ সালে নিউজিল্যান্ডে নোঙর ফেলেন। অভিযাত্রী, নাবিক, মিশনারি, ও বণিকেরা ১৮শ শতকের শেষ দিকে নিয়মিত এখানে আসতে থাকে। ব্রিটিশ সাম্রাজ্য ও নিউজিল্যান্ডের মাওরি গোত্রগুলি ১৮৪০ সালে চুক্তি স্বাক্ষর করে যার ফলে নিউজিল্যান্ড ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে আসে। নিউজিল্যান্ডকে ১৯৩০-এর দশকে একটি কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হতে থাকে। সরকারের হস্তক্ষেপ অর্থনীতিতে বাড়ানো হয়। এই সময়ে এক ধরনের সাংস্কৃতিক বিপ্লব বা রনেসঁস মাওরিদের মধ্যে ঘটে। বিরাট সংখ্যায় শহরে মাওরিরা বসতি স্থাপন করা শুরু করে এবং অধিকার আদায়ের লক্ষ্যে আন্দোলন শুরু করে। ১৯৮০-এর দশকে সরকারি হস্তক্ষেপ অর্থনীতিতে হ্রাস করা হয় এবং অনেক উদারপন্থী নীতি বাস্তবায়ন করা হয়। অতীতে নিউজিল্যান্ড বৈদেশিক সম্পর্কের ব্যাপারে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের অনুসারী ছিল, তবে বর্তমানে এ ব্যাপারে দেশটি অনেক স্বাধীন।


রাজধানী: ওয়েলিংটন
সরকারি ভাষা: ইংরেজি (৯৮%)3, মাওরি (৪.২%)3, NZ Sign Language (0.6%)3
আয়তন: ২,৬৮,০২১ বর্গকিলোমিটার বা ১,০৩,৪৮৩ বর্গমাইল
জনসংখ্যা (2020 আদমশুমারি): 5,093,230
মুদ্রা: New Zealand dollar (NZD)
তারিখ বিন্যাস: dd/mm/yyyy
কলিং কোড: +64ইন্টারনেট টিএলডি: .nz8

তথ্য সূত্র: নিউজিল্যান্ড, উইকিপিডিয়া

রোদ Sunday, February 21, 2021
সিঙ্গাপুরের পরিচয়

সিঙ্গাপুর হচ্ছে দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দ্বীপরাষ্ট্র। মালয় উপদ্বীপের নিকটে অবস্থিত। সরকারি নাম হচ্ছে সিঙ্গাপুর প্রজাতন্ত্র। মালয় ভাষার Singapura সিঙ্গাপুরা থেকে "সিঙ্গাপুর" নামটি আসে। সংস্কৃত ভাষা सिंहपुर সিঁহাপুরা থেকে সিঙ্গাপুরা শব্দটি আসে, যার বাংলা অনুবাদ হচ্ছে সিংহপুর।

এক নজরে বাংলাদেশের কিছু গুরুত্বপূর্ণ পরিসংখ্যান

সাংবিধানিক নাম: সিঙ্গাপুর প্রজাতন্ত্র
রাজধানী: সিঙ্গাপুর
আয়তন: ৭১৯.৯ বর্গকিলোমিটার বা ২৭৮.০ বর্গমাইল
জনসংখ্যা(২০১৬আনুমানিক): ৫৬,০৭,৩০০
সরকারি ভাষা: ইংরেজি (ইংলিশ)মালয় (মালায়)সরল চীনা (সিম্পল চাইনিজ সরল মান্দারিন)তামিল
মুদ্রা: সিঙ্গাপুর ডলার (SGD)

ধর্মীয় জনগোষ্ঠী

মুসলমান: ১৪.০%
খ্রিস্টান: ১৮.৮%
বৌদ্ধ: ৩৩.২%
হিন্দু: ৫.০%

আন্তর্জাতিক

সময় অঞ্চল: ইউটিসি+৮ (SST)
আন্তর্জাতিক ডায়ালিং কোড : +৬৫
CCTLD (country code top level domain): .sg

তথ্য সূত্র: সিঙ্গাপুর, উইকিপিডিয়া

রোদ Saturday, February 6, 2021
সৌদি আরবের সংক্ষিপ্ত পরিচয়

সৌদি আরব মধ্যপ্রাচ্যের একটি স্বাধীন আরব রাষ্ট্র। আরব বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ সৌদি আরব। মসজিদুল হারাম ও মসজিদে নববীর কারণে সৌদি আরব দুই পবিত্র মসজিদের দেশ হিসেবে পরিচিত।


হেজাজ, নজদ, আল হাসা পুর্বাঞ্চলীয় আরব এবং আসির দক্ষিণাঞ্চলীয় আরব এই চারটি স্বতন্ত্র অঞ্চল নিয়ে সৌদি আরব গঠিত। ১৯৩২ সালে আবদুল আজিজ ইবনে সৌদ সৌদি আরব সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। তিনি ১৯০২ সালের শুরুতে চারটি অঞ্চলকে ধারাবাহিক যুদ্ধের মাধ্যমে একত্রিত করে একটি রাষ্ট্রে পরিণত করেন। দেশটি রাজতান্ত্রিক পদ্ধতিতে পরিচালিত। আর ইসলামি আইনের অনুসারী।

এক নজরে সৌদি আরবের কিছু গুরুত্বপূর্ণ পরিসংখ্যান

সরকারি নাম: সৌদি আরব সাম্রাজ্য
রাজধানী: রিয়াদ
সরকারি ভাষা: আরবি
আয়তন: ২১,৪৯,৬৯০ বর্গকিলোমিটার, ৮,৩০,০০০ বর্গমাইল
জনসংখ্যা: ২০১৭ আনুমানিক, ৩৩,০০০,০০০ জন
মুদ্রা: রিয়াল

ভৌগলিক অবস্থান

পূর্বে: কাতার, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাত
পশ্চিমে:
উত্তরে: জর্দান ও ইরাক
দক্ষিণে: ইয়েমেন

আন্তর্জাতিক

সদস্য: ওআইসি, জাতিসংঘ
আন্তর্জাতিক ডায়ালিং কোড : +৯৬৬
ইন্টারনেট টিএলডি: .sa, السعودية.

তথ্য সূত্র: সৌদি আরব, উইকিপিডিয়া


রোদ Friday, October 23, 2020
রাশিয়ার সংক্ষিপ্ত পরিচয়

পূর্ব ইউরোপের দেশ রাশিয়া। এটি বিশ্বের বৃহত্তম দেশ। পূর্ব স্লাভদের মাধ্যমে ৩য় ও ৮ম খ্রিষ্টাব্দের মধ্যবর্তী সময়ে দেশটির ইতিহাস শুরু হয়।


পরবর্তীতে দেশটি ভারাঞ্জিয়ান যোদ্ধা এবং তাদের বংশধরদের মাধ্যমে শাসিত হয় আর নবম শতকে উত্থান শুরু হয়। অনেকগুলো ছোট ছোট অঞ্চলে দেশটি ভাগ হয়েগিয়েছিল। তরে মোঙ্গলদের আক্রমণের ফলে বেশিরভাগ জমি পদদলিত হয় যায় ও যাযবরদের স্বর্গে পরিণত হয়। শেষ পর্যন্ত পার্শ্ববর্তী রুশ অঞ্চলে আধিপত্য বিস্তার করে মস্কোর গ্র্যান্ড ডিউক যাযাবরদের কাছ থেকে পূর্ণ স্বাধীনতা অর্জন করেন।

এক নজরে রাশিয়ার কিছু গুরুত্বপূর্ণ পরিসংখ্যান

সরকারি নাম: রুশ ফেডারেশন
রাজধানী: মস্কো
সরকারি ভাষা: রুশ
আয়তন: ১,৭০,৯৮,২৪২ বর্গকিলোমিটার, ৬৬,০১,৬৬৮ বর্গমাইল
জনসংখ্যা: ২০১৫ আনুমানিক ১৪,৩৯,৭৫,৯২৩ জন
মুদ্রা: রুশ রুবল

আন্তর্জাতিক

সদস্য: জাতিসংঘ
আন্তর্জাতিক ডায়ালিং কোড : +৭
ইন্টারনেট টিএলডি: .ru, .su, .рф

তথ্য সুত্র: রাশিয়া, উইকিপিডিয়া

রোদ Thursday, October 22, 2020
চীনের সংক্ষিপ্ত পরিচয়

পূর্ব এশিয়ার একটি স্বাধীন চীন রাষ্ট্র। ইউরোপীয় শক্তিগুলি পূর্ব এশিয়ায় আসার পর এই রাষ্ট্রের রাজনৈতিক শক্তি বিপদাপন্ন হয়ে পড়ে। চীনের শেষ রাজবংশ ছিল কিং রাজবংশ।


এই রাজবংশ ১৯শ শতকে দেশের ভিতর বিপ্লব আর বিদেশী হস্তক্ষেপের ফলে দুর্বল যায়। শেষ পর্যন্ত চীনা জাতীয়তাবাদীরা ১৯১১ সালে এই রাজতন্ত্রের পতন ঘটাতে সক্ষম হয়। চীনের কমিউনিস্ট পার্টি ১৯৪৯ সালে গৃহযুদ্ধে জয়লাভ করে। আর গণপ্রজাতন্ত্রী চীন নামে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করে।

এক নজরে চীনের কিছু গুরুত্বপূর্ণ পরিসংখ্যান

সাংবিধানিক নাম: গণপ্রজাতন্ত্রী চীন
রাজধানী: বেইজিং
সরকারি ভাষা: সরল চীনা
আয়তন: ৯৫,৯৬,৯৬১ বর্গকিলোমিটার, ৩৭,০৫,৪০৭ বর্গমাইল
জনসংখ্যা: ২০১৫ আনুমানিক ১,৩৭৬,০৪৯,০০০ জন
মুদ্রা: রেন্মিন্বি বা Chinese yuan

ভৌগলিক অবস্থান

পূর্বে: চীন সাগর
পশ্চিমে: আফগানিস্তান, তাজিকিস্তান, কির্গিজিস্তান ও কাজাকিস্তান
উত্তরে: মঙ্গোলিয়া
দক্ষিণে: ভিয়েতনাম, লাওস, মায়ানমার, ভারত, ভূটান, নেপাল

আন্তর্জাতিক

সদস্য: জাতিসংঘ
আন্তর্জাতিক ডায়ালিং কোড : +86
ইন্টারনেট টিএলডি: .cn

তথ্য সুত্র: চীন, উইকিপিডিয়া

রোদ Wednesday, October 21, 2020
আফগানিস্তানের সংক্ষিপ্ত পরিচয়

আফগানিস্তান দক্ষিণ এশিয়ার একটি দেশ। অনেক সময় দক্ষিণ এশিয়া এবং মধ্যপ্রাচ্যের অংশ হিসেবেও আফগানিস্তানকে গণ্য করা হয়। এই রাষ্ট্রটি একটি ভূ-বেষ্টিত মালভূমির উপর অবস্থিত।


প্রাচীনকাল থেকেই এশিয়ার একটি গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবে আফগানিস্তান পরিচিত। সামরিক কর্মকর্তাগণ একটি সামরিক অভ্যুত্থানে ১৯৭৩ সালে রাজার পতন ঘটান। আফগানিস্তান ১৯১৯ সালে তৃতীয় ব্রিটিশ-আফগান যুদ্ধশেষে যুক্তরাজ্য থেকে সম্পূর্ণ স্বাধীনতা লাভ করে।

এক নজরে আফগানিস্তানের কিছু গুরুত্বপূর্ণ পরিসংখ্যান

সরকারি নাম: আফগানিস্তান ইসলামি প্রজাতন্ত্র
রাজধানী: কাবুল
আয়তন: ৬৫২২৩০কি:মি, ২৫১৮৩০ মিটার
জনসংখ্যা: ২০১৯ আনুমানিক ৩২,২২৫,৫৬০ জন
মুদ্রা: আফগানি

ভৌগলিক অবস্থান

পূর্বে: পাকিস্তান
পশ্চিমে: ইরান
উত্তরে: তুর্কমেনিস্তান, উজবেকিস্তান ও তাজিকিস্তান
দক্ষিণে: পাকিস্তান

অঞ্চল ভিত্তিক পরিসংখ্যান

প্রদেশ: ১. বাদাখশান, ২. বাদগিস, ৩. বাগলান, ৪. বাল্‌খ, ৫. বামিয়ান, ৬. দাইকুন্ডি, ৭. ফারাহ, ৮. ফারিয়াব, ৯. গজনি, ১০. ঘাওর, ১১. হেলমান্দ, ১২. হেরাত, ১৩. জোওয্‌জান, ১৪. কাবুল, ১৫. কান্দাহার, ১৬. কাপিসা, ১৭. খোস্ত, ১৮. কুনার, ১৯. কুন্দুজ, ২০. লাগমান, ২১. লোওগার, ২২. নানকারহার, ২৩. নিমরুজ, ২৪. নুরেস্তান, ২৫. ওরুজ্‌গান, ২৬. পাক্‌তিয়া, ২৭. পাক্তিকা, ২৮. পাঞ্জশির, ২৯. পারভান, ৩০. সামাংগান, ৩১. সারে বোল, ৩২. তাখার, ৩৩. ওয়ার্দাক, ৩৪. জাবুল

আন্তর্জাতিক

সদস্য: সার্ক, জাতিসংঘ
কলিং কোড: +৯৩
ইন্টারনেট টিএলডি: .af

তথ্য সূত্র: আফগানিস্তান, উইকিপিডিয়া

 

রোদ Tuesday, October 20, 2020
ইউরোপ মহাদেশ কয়টি দেশ নিয়ে গঠিত ও কি কি

 বৃহত্তর ইউরেশিয়া মহাদেশীয় ভূখণ্ডের পশ্চিমের উপদ্বীপটি নিয়ে ইউরোপ মহাদেশ গঠিত। ইউরোপ মহাদেশের আয়তন হচ্ছে ১,০১,৮০,০০০ বর্গকিলোমিটার। ইউরোপ মহাদেশে ৪৮ টি দেশ রয়েছে। নীচে সবগুলো দেশের নাম দেওয়া হলো:

ইউরোপ মহাদেশের একটি স্থান ডলোমিটি ইতালি
  •      জার্মানি     
  •      পোলান্ড     
  •       হাঙ্গেরী     
  •       রুমানিয়া   
  •       বুলগেরিয়া     
  •       স্লোভাকিয়া     
  •       ক্রোয়েশিয়া     
  •       স্লোভেনিয়া        
  •       চেক-প্রজাতন্ত্র   
  •      আলবেনিয়া        
  •     বসনিয়া হার্জেগোভিনা     
  •      মন্টিনিগ্রো     
  •       সার্বিয়া     
  •       মেসিডোনিয়া   
  •       কসোভো     
  •       ফ্রান্স   
  •      নরওয়ে   
  •       সুইডেন   
  •      ডেনমার্ক   
  •       ইংল্যান্ড   
  •      রাশিয়া     
  •       অস্ট্রিয়া     
  •      বেলজিয়াম     
  •       এনডোরা     
  •      গ্রিস     
  •      ফিনল্যান্ড     
  •      সাইপ্রাস     
  •       আইসল্যান্ড     
  •       আয়ার‌ল্যান্ড     
  •       নেদারল্যান্ড     
  •      মালটা     
  •       লুক্সেমবার্গ   
  •       মোনাকো     
  •       পর্তুগাল     
  •       সুইজারল্যান্ড   
  •       ভ্যাটিকাস সিটি     
  •       ইতালি     
  •      বেলারুশ   
  •       ইউক্রেন     
  •       এস্তোনিয়া     
  •       লাটভিয়া     
  •       আর্মেনিয়া     
  •       জর্জিয়া   
  •       লিথুনিয়া
  •      মলদোভা   
  •       সানমেরিনো     
  •       লিচেনস্টেইন     
  •       স্পেন   


 

 


তথ্য সূত্র: ইউরোপ মহাদেশ

রোদ Monday, August 31, 2020
উত্তর আমেরিকা মহাদেশ কয়টি দেশ নিয়ে গঠিত ও কি কি

পৃথিবীর উত্তর ও পশ্চিম গোলার্ধে উত্তর আমেরিকা মহাদেশটি অবস্থিত। এই মহাদেশটির আয়তন হচ্ছে  ২৪,৭০৯,০০০ বর্গ কি.মি., ৯,৫৪০,০০০ বর্গ মাইল।

 উত্তর আমেরিকা মহাদেশ মোট ২৭ টি দেশ নিয়ে গঠিত। নিচে সবগুলো দেশের নাম দেয়া হলো।

  • যুক্তরাষ্ট্র   
  • কানাডা
  • বারমুডা
  • পোয়েটরিকো
  • কেউম্যান দ্বীপপুঞ্জ
  • অ্যাঙ্গুইলা
  • হাইতি
  • সেন্ট লুসিয়া
  • সেন্ট ভিনসেন্ট
  • সেন্টকিটস
  • বেলিজ
  • বাহামা দ্বীপপুঞ্জ
  • বারবাডোজ
  • ত্রিনিদাদ ও টোবাগো
  • ডোমিনিকান রিপাবলিক
  • ডোমিনিকা
  • জ্যামাইকা
  • গ্রানাডা
  • কিউবা
  • এন্টিগুয়া ও বারমুডা
  • হন্ডুরাস
  • পানামা
  • নিকারাগুয়া
  • গুয়েতেমালা
  • কোস্টারিকা
  • এল সালভাদর
  • মেক্সিকো

তথ্য সূত্র: উত্তর আমেরিকা

রোদ Sunday, August 30, 2020