Results for "বিজ্ঞান ও প্রযুক্তি"
ফেসবুক একাউন্ট যেভাবে হ্যাকিং হওয়া থেকে সুরক্ষিত করবেন

নিশ্চয় অনেকেই  এখন 'OTP পাশওয়ার্ড' শব্দটির সাথে পরিচিত, বিশেষ করে যারা অনলাইন ব্যাংকিং ও অনলাইন পেমেন্ট এর সাথে জড়িত। শব্দটির অর্থ 'ওয়ান টাইম পাশওয়ার্ড' (One time password) যা আপনার একাউন্টের 'একবার ব্যবহারযোগ্য ২য় পাশওয়ার্ড' ও বাড়তি সুরক্ষা হিসাবে কাজ করে। 

 

OTP কিভাবে কাজ করে?

ধরুন কেউ আপনার অনলাইন পেমেন্ট একাউন্টের পাশওয়ার্ড পেয়ে গেছে, তারপর সে আপনার একাউন্টে লগ ইনও করে ফেলেছে, এখন সে আপনার একাউন্ট থেকে অন্য কোন একাউন্টে টাকা সেন্ড করবে। এ ব্যাপারে যা যা করা দরকার সব করার পর সে যখন চুড়ান্তভাবে 'সেন্ড' বাটনে ক্লিক করলো, তখন তাকে বলা হলো আপনার ফোনে একটি OTP কোড পাঠানো হয়েছে সেটা এখানে লিখুন! ব্যস, ফোন তো আপনার কাছে! এখন সে কি করবে? কোনই উপায় নেই! টাকা আর ট্রানস্ফার করা হলো না, শুধুমাত্র একটি OTP এর জন্য! আশা করি বুঝতে পেরেেছেন OTP কি? আপনার পাশওয়ার্ড হ্যাক করেও হ্যাকার আপনার টাকা ট্রানস্ফার করতে পারলো না শুধুমাত্র 'ওয়ান টাইম পাশওয়ার্ড' (OTP) বা '২য় পাশওয়ার্ড' ব্যবস্থা থাকার কারণে। 


যে কারণে ফেসবুক একাউন্ট OTP দিয়ে সুরক্ষিত করা দরকার

ইদানীং প্রায়শই বিভিন্ন জনের ফেসবুক একাউন্ট 'হ্যাক' (Hack) হয়ে যাচ্ছে। ফেসবুকে টাকা পয়সার লেনদেন না থাকলেও এই হ্যাক আপনার জন্যে হতে পারে ভয়াবহ। যেমন কেউ আপনার একাউন্ট হ্যাক করে অনৈতিক কার্যকলাপসহ সমাজ ও রাষ্ট্রবিরোধী এমন কিছু করে ফেললো যার দায়ভার বর্তাবে আপনার উপর, যা আপনার জন্যে অত্যান্ত মান হানিকর ও বিভিন্নভাবে ক্ষতির কারণ হতে পারে। এজন্যে প্রত্যেকের উচিৎ তাদের ফেসবুক একাউন্টগুলো OTP  দিয়ে সুরক্ষিত করে নেয়া।  


ফেসবুক একাউন্ট কিভাবে OTP দিয়ে সুরক্ষিত করবেন?

OTP শব্দটি ফেসবুকে Two Factor Authentication (টু ফ্যাক্টর অওথেনটিকেশন) বা '২য় ধাপ প্রমাণীকরণ' বা সহজ বাংলায় 'দুই পাশওয়ার্ড' নামে পরিচিত। সার্ভিসটি চালু করার জন্যে যারা মোবাইলে ফেসবুক এ্যাপ ব্যাবহার করেন তারা প্রথমে এ্যাপটি খুলুন। তারপর নিচের চিত্রে দেখানো অনুয়ায়ী প্রথমে সবুজ বৃত্তের, তারপর নীল এবং শেষে লাল বৃত্তের আইকনে ট্যাপ করুন



এরপর যে অপশনগুলো আসবে তার মধ্যে নিচের চিত্রে সবুজ বৃত্তে দেখানো 'Security and Login' এর উপর ট্যাপ করুন।



এরপর নিচের চিত্রের সবুজ বৃত্তে দেখানো 'Use two-factor authentication' এর উপর ট্যাপ করুন।


 

এরপর নিচের চিত্রে সবুজ বৃত্ত দিয়ে দেখানো 'Text Message (SMS)' এর উপর ট্যাপ করার পর নিচে 'Continue' লিখা বাটনে ট্যাপ করুন।



এরপর নিচের চিত্রের মতো একটি অপশন পেজ আসলে দেখুন সেখানে আপনার ফোন নাম্বার দেখাচ্ছে কিনা, যদি দেখায় তাহলে ফোন নাম্বারের উপর ট্যাপ করুন আর যদি না দেখায় তাহলে 'Add Phone Number' এর উপর ট্যাপ করে নিচে 'Continue' লিখা বাটনে ট্যাপ করুন।



এরপর ফেসবুক 'ফোন নাম্বার নিশ্চিত হওয়ার জন্যে', আপনার ফোনে একটি OTP কোড পাঠাবে। কোডটি আপনি স্ক্রীণে লিখে দিলে আপনার একাউন্টে OTP সার্ভিসটি চালু হয়ে যাবে। এখন থেকে আপনি আপনার নিয়মিত ব্যবহারের ফোন ছাড়া অন্য কোন নতুন ডিভাইস বা ব্রাউজার থেকে লগ ইন করতে চাইলে ফেসবুক আপনার কাছে OTP জানতে চাইবে। লগ ইনের সময় যদি আপনি 'ট্রাষ্ট দিস ডিভাইস/ব্রাউজার (Trust This Device/Browser) এ ট্যাপ করে দেন তাহলে বার বার আপনার কাছে OTP জানতে চাইবে না, অন্যথায় প্রতিবার লগ ইনের সময়ই OTP জানতে চাইবে।


কম্পিউটারে যেভাবে OTP সার্ভিস চালু করবেন

যারা কম্পিউটারে ফেসবুক ব্যবহার করেন তারা নিচের চিত্র অনুযায়ী প্রথমে সবুজ বৃত্তে ক্লিক করলে নীল বৃত্তের অপনশনটি দেখতে পাবেন, তাতে ক্লিক করার পর হলুদ বৃত্তের 'Security and Login' এ ক্লিক করে 'Use two-factor authentication' এর ডান পাশের লাল বৃত্তে দেখানো 'Edit' এ ক্লিক করার পর যে অপশনগুলো আসবে সেখানে 'Use Text Message (SMS)' এ ক্লিক দিয়ে যে ফোনে OTP চান সেটির নাম্বার সেট করতে পারবেন।


 

Raoud.com Monday, August 31, 2020
ফেসবুকে বিরক্তকারী কোন ব্যক্তিকে ব্লক করবেন যেভাবে

 অনেকেই ফেসবুকে অনাকাংখিত মন্তব্য ও প্রাইভেট মেসেজের সম্মুখীন হন। এক্ষেত্রে 'Unfollow' বা 'Unfriend' করে কিছু কাজ হলেও বন্ধু'র বন্ধু হিসাবে সে ব্যক্তি কিন্তু আপনার পোষ্টে কমেন্ট করতে বা মেসেজ পাঠাতে পারবে। সেক্ষেত্রে আপনি যদি কোন ফেসবুক ব্যবহারকারীকে কমেন্ট ও মেসেজ পাঠানো থেকেও ব্লক (Block) করে দিতে চান তাহলে খুব সহজেই Settings and Privacy>Settings>Blocking থেকে তা করতে পারেন। কি করে করবেন, নিচে ফোন ও কম্পিউটার উভয় ইন্টারফেসের স্ক্রীণশটসহ তা দেখানো হলো।


ফোনের এ্যাপ থেকে যেভাবে কাউকে ব্লক করবেন

প্রথমে আপনার ফেসবুক এ্যাপ ওপনে করে নিচের চিত্র অনুযায়ী সবুজ বৃত্তে, তারপর নীল বৃত্তে এবং শেষে লাল বৃত্তের Settings এ ট্যাপ করুন।



এরপর যেসব অপশন আসবে সেখান থেকে নিচের চিত্রে সুবজ বৃত্ত দিয়ে দেখানো Blocking এ ট্যাপ করুন।

এরপর নিচের চিত্রের মতো যে অপশন পাবেন ADD TO BLOCK LIST এ ট্যাপ করে পরবর্তী স্ক্রীণে যাকে ব্লক করতে চান তার ফেসবুক আই.ডি কপি করে পেস্ট করে দিন। লিস্টে যখন আই.ডি লিস্ট দেখাবে, যাকে ব্লক করতে চান তার নামের ডান পাশের Block এ ট্যাপ করুন। এরপর নিচের চিত্রের মতো একটি কনফারমেশন মেসেজ আসবে, সেখানে লাল বৃত্তের Block এ ট্যাপ করলে, 




এই ব্যবহারকারী আর কখনো আপনাকে অনাকাংখিত মেসেজ পাঠাতে বা কমেন্ট করতে পারবে না। তাকে যদি কখনো Unblock করতে চান তাহলে, পুনরায় Settings এর Blocking অপশনে ঢুকে তার নামের পাশের Unblock এ ট্যাপ করতে হবে।


কম্পিউটার থেকে যেভাবে কাউকে ব্লক করবেন?

কম্পিউটার ব্রাউজারে আপনার ফেসবুক একাউন্টে লগ ইন করার পর  উপর দিকের ডান কোনায় সেটিংস গিয়ার অথবা ডাউন এ্যারো আইকনে ক্লিক করে Settings and Privacy>Settings>Blocking এ ক্লিক করতে হবে। নিচের চিত্রে মতো।



ব্লকিং অপশন এ যাওয়ার জন্যে প্রথমে উপরের চিত্র প্রদর্শিত লাল বৃত্তের তারপর নীল এবং শেষে সবুজ বৃত্তের অপশনে ক্লিক করুন। এরপর হলুদ চিহ্নিত দাগের উপরের বক্সগুলোতে যাকে ব্লক করতে চান তার ফেসবুক আই.ডি কপি করে পেস্ট করে দিন, এরপর লিস্টে তার নাম প্রদর্শিত হলে, নামটি সিলেক্ট করে Block এ ক্লিক করুন। ব্যস, এখন আর এই আই.ডি থেকে সে ব্যক্তি আপনার কোন পোষ্টে কমেন্ট করতে বা আপনাকে মেসেজ পাঠাতে পারবেনা। পরে কখনো যদি এই আই.ডি'টি আনব্লক (Unblock) করতে চান তাহলে পুনরায় এ স্থানে এসে তার নামের পাশে Unblock এ ক্লিক করুন।




Raoud.com Sunday, August 30, 2020
স্কাই ড্রাইভের উড়ন্ত গাড়ীর প্রদর্শনী

 জাপানের উড়ন্ত গাড়ী গবেষণা প্রতিষ্ঠান স্কাই ড্রাইভ গত ২৫ আগস্ট ২০২০ তাদের নির্মিত একটি উড়ন্ত গাড়ীর প্রদর্শনি করে। SD 03 মডেলের মানব চালিত উড়ন্ত গাড়ীটি তারা প্রায় ১০,০০০ বর্গ-মিটার (২.৫ একর) সীমানার মধ্যে সফলভাবে চালিয়ে দেখান। এটাই জাপানে প্রথম মানব চালিত কোন গাড়ীর প্রদর্শনি এবং বিশ্বের সবচাইতে ক্ষুদ্র ভার্টিক্যাল টেক অফ (রান না করে মাটি থেকে সরাসরি উপরে উঠে যাওয়া) ও ল্যান্ডিং মডেল। 

SD-03-Sky-Drive-Flying-Car-2020
স্কাই ড্রাইভের প্রদর্শিত উড়ন্ত কার
Image credit: Skydrive Inc. 


পরীক্ষাটি বর্তমানে টয়োটা টেস্ট ফিল্ডের মধ্যে করা হলেও স্কাই ড্রাইভ ২০২০ সালের শেষ নাগাদ অনুমতি সাপেক্ষে টেস্ট ফিল্ডের বাইরেও আরো পরীক্ষামূলক উড্ডয়নের ব্যাপারে আশাবাদী এব‌ং ২০২৩ সাল নাগাদ তারা এটা ব্যবহারপযোগী করে  বাজারজাত করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

স্কাই ড্রাইভের উড়ন্ত গাড়ীটির বিভিন্ন টেকনিক্যাল দিক ও মানবচালিত 
প্রথম প্রদর্শনির ভিডিও।


Raoud.com Friday, August 28, 2020
মহাকাশ গবেষণা সংস্থা নাসা
পৃথিবীর মানুষের কাছে গ্রহ-গহান্তরের আর অন্ধকারাচ্ছান্ন রহস্যময় গভীর মহাকাশ সম্বন্ধে জানা-অজানা সব তথ্য পৌছাঁনোর ক্ষেত্রে সব থেকে বেশি যে সংস্থাটি ভূমিকা রাখছে সেটি হলো 'নাসা'। ১৯৬৯ সালে নাসা'র নভোযান এ্যাপোলো-১১ সফলভাবে চাঁদে অবতরণের পর থেকে আজ একবিংশ শতাব্দীর দুই দশক পর্যন্ত নাসা একের পর এক মহাকাশ মিশন পরিচালনা করে আসছে।

Nasa Logo
NASA Logo

নাসা'র পরিচয়

নাসা শব্দটি আসলে কয়েকটি শব্দের আদক্ষর, যার পূর্ণাঙ্গ অর্থ হচ্ছে ইংরেজীতে National Aeronautics and Space Administration (ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন) সংক্ষেপে NASA (নাসা)। এটি  উত্তর আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় মহাকাশ সংস্থা। ১৯৫৭ সালে রাশিয়ার একটি কৃত্রিম স্যাটেলাইট উৎক্ষেপণের সফলতার পর যুক্তরাষ্ট্র অনুরুপ তৎপরতা শুরু করে। এর ফলশ্রুতিতে ১৯৫৮ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের 'ন্যাশনাল অ্যাডভাইজরি কমিটি ফর অ্যারোনটিক্স' সংক্ষেপে 'নাকা' প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে বর্তমান নাম 'নাসা' করা হয়, যা ১৯৫৮ সালের জানুয়ারী মাসে গৃহীত  পরিকল্পনা "এ ন্যাশনাল রিসার্চ পোগ্রাম ফর স্পেস টেকনলজি"র সফল বাস্তবায়ন।

নাসা'র উল্লেখযোগ্য মিশন

নাসা এ পর্যন্ত মহাকাশে অনেক সফল মিশন পরিচালনা করেছে। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি;
  • এ্যাপোলো-১১ চাঁদে অবতরণ ১৯৬৯।
  • ১৯৭৭ সালে ভয়েজার ১ ও ২ মহাকাশযান প্রেরণ যা সৌরজগতের বাইরে চলে যাওয়ার পরও এখনো নাসা'র সংযোগ বিছিন্ন হয়ে যায়নি।
  • শনি গ্রহের তথ্য সংগ্রহের 'মিশন ক্যাসিনি-হাইজেন' ১৯৯৭ থেকে ২০১৭। 
  • বৃহস্পতি গ্রহের তথ্য সংগ্রহের মিশন জুনো ২০১৬ (বর্তমানে এখনো জুনো মিশন চালু অবস্থায় আছে)
  • মঙ্গল গ্রহের সিসমিক (ভুমিকম্প) এক্টিভিটি পর্যবেক্ষেণের জন্যে মিশন ইনসাইট (বর্তমানে চালু অবস্থায় আছে)
  • রোভার প্রিজার্ভেশন মার্স ২০২০ (বর্তমান মিশন)
এছাড়াও নাসা আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ও হাবল টেলিস্কোপের মতো যুগান্তকারী একক্টিভ (এখনো সচল) মিশনসহ অনেক মিশন পরিচালনা করে আসছে ও করছে।


তথ্য সুত্র:



রোদ Tuesday, August 18, 2020