কে টু পর্বতশৃঙ্গ |
মাউন্ট এভারেস্ট হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, আর কে টু ( K2 ) হচ্ছে
পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। এই শৃঙ্গটি পাকিস্তান ও চীন
সীমান্তে অবস্থিত।
শৃঙ্গের নাম: কে টু K2 পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ
উচ্চতা:
৮,৬১১ মিটার, ২৮,২৫১ ফুট
অবস্থান: তাক্সকোরগান, জিনজিয়াং, চীন, গিলগিত-বালতিস্তান,
পাকিস্তান।
মাউন্ট কে টু ব্যাক ভিউ |
K2 স্যাটেলাইট ভিউ