Results for "ভ্রমণ"
কুসুম্বা মসজিদ

বাংলাদেশের নওগাঁ জেলার মান্দা উপজেলায় কুসুম্বা মসজিদ রয়েছে। এটি একটি প্রাচীন মসজিদ। বাংলাদেশের পাঁচ টাকার নোটে এই মসজিদের ছবি রয়েছে।

মসজিদের প্রবেশদ্বারে বসানো ফলক অনুযায়ী, মসজিদের নির্মাণকাল হচ্ছে হিজরি ৯৬৬ সাল(১৫৫৮-১৫৬৯খ্রিষ্টাব্দ)। গিয়াসউদ্দিন বাহাদুর শাহ, আফগানি শাসনামলের শুর বংশের শেষদিকের শাসক, এর আমলে সুলায়মান নামের একজন এই মসজিদটি নির্মাণ করেছিলেন।

ধরন: মসজিদ

স্থাপত্য শৈলী: ইসলামিক স্থাপত্য

সৃষ্টিকারী: সবরখান বা সোলায়মান

দৈর্ঘ্য: ৫৮ ফুট (১৮ মি)

প্রস্থ: ৪২ ফুট (১৩ মি)

গম্বুজসমূহ:

মিনার:

তথ্য সূত্র: কুসুম্বা মসজিদ, উইকিপিডিয়া

রোদ Wednesday, March 8, 2023
পৃথিবীর আয়না

সালার দে ইউনি কে পৃথিবীর আয়না বলা হয়। ১০,৫৮২ বর্গকিলোমিটার বিস্তৃত। এটির অবস্থান বলিভিয়ার পোটোসের ড্যানিয়েল ক্যাম্পোস প্রদেশে। এটি একটি বৃহত্তম লবণের মরুভূমি। এখানকার সাদা আলো দর্শনার্থীদের মুগ্ধ করে। এই সৌন্দর্য উপভোগ করার জন্য হাজার হাজার পর্যটক ছুটে যান। লবণের পরিমাণ ৬৪ বিলিয়ন টন। এটি বলিভিয়ার লবণের প্রধান উৎস্য।


রোদ Monday, October 10, 2022
কুয়াকাটা সমুদ্র সৈকত

বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি অপরুপ সমুদ্র সৈকত ও পর্যটনকেন্দ্র কুয়াকাটা। ভ্রমণকারীদের কাছে কুয়াকাটা “সাগর কন্যা” নামে পরিচিত। দীর্ঘ ১৮ কিলোমিটার এই সৈকত বাংলাদেশের অন্যতম নৈসর্গিক সমুদ্র সৈকত। এটিই বাংলাদেশের একমাত্র সমুদ্র সৈকত যেখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই দেখা যায়




রোদ Sunday, September 11, 2022
নীলগিরি বান্দরবান

বান্দরবান বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগের জেলা। এটি একটি মূলত পার্বত্য অঞ্চল। জেলাটির নামকরণ নিয়ে একটি কিংবদন্তি রয়েছে।

স্থানীয় বাসিন্দাদের মধ্যে প্রচলিত রূপকথায় আছে, এ এলাকায় একসময় অসংখ্য বানর বাস করত। বানরগুলো শহরের প্রবেশমুখে ছড়ার পাড়ে পাহাড়ে নিয়মিত লবণ খেতে আসত। এক সময় অতি বৃষ্টির জন্যে ছড়ার পানি বৃদ্ধি পেলে বানরের দল ছড়া পাড় হয়ে পাহাড়ে যেতে না পারায় একে অপরকে ধরে ধরে সারিবদ্ধভাবে ছড়া পাড় হয়।

বানরগুলোর ছড়া পার হওয়ার এই দৃশ্য দেখে স্থানীয় অধিবাসীগণের নিকট জায়গাটি ম্যাঅকছি ছড়া নামে পরিচিতি লাভ করে। মারমা ভাষায় ম্যাঅক অর্থ বানর আর ছি অর্থ বাঁধ। সময়ের বিবর্তনে বাংলা ভাষার সাধারণ উচ্চারণে এই এলাকার নাম বান্দরবান হিসাবে রুপ লাভ করে।

বাংলাদেশের সর্বোচ্চ পর্বত চূড়াগুলো বান্দনবান জেলায় অবস্থিত। যেগুলোর মধ্যে, নীগিরিকেওক্রাডংসাফা হাকং বিশেষভাবে উল্লেখযোগ্য।

বান্দবানের সবুজ প্রকৃতি

রোদ
বাংলাদেশের সর্বোচ্চ পর্বতচূড়া

বাংলাদেশের সর্বোচ্চ পর্বত চূড়াগুলোর প্রায় সবই বান্দরবান জেলায় অবস্থিত। এদিক দিয়ে বান্দরবান জেলা বাংলাদেশের প্রাকৃতিত সৌন্দর্যের এক অপরুপ লীলাভূমি।

নিলগিরি

সর্বোচ্চ পর্বত চূড়া সাফা হাফং

তৃতীয় সর্বোচ্চ চূড়া কেও ক্রা ডং এর উপর স্থাপিত ফলক

কেওক্রাডং


রোদ
সেন্ট মার্টিন দ্বীপ

বাংলাদেশের সর্ব দক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর-পূর্বাংশে অবস্থিত ছোট একটি প্রবাল দ্বীপ, নাম সেন্ট মার্টিন দ্বীপ। দ্বীপটি আয়তন মাত্র ৮ বর্গকিলোমিটার। এটি কক্সবাজার জেলার টেকনাফ হতে প্রায় ৯ কিলোমিটার দক্ষিণে ও মায়ানমার-এর উপকূল হতে ৮ কিলোমিটার পশ্চিমে নাফ নদীর মোহনায় অবস্থিত। প্রচুর নারিকেল পাওয়া যায় বলে স্থানীয়ভাবে একে নারিকেল জিঞ্জিরাও বলা হয়ে থাকে। বাংলাদেশের সমুদ্রপ্রেমীদের কাছে এটি ব্যাপক পরিচিত একটি নাম। ………….বিস্তারিত দেখুন উইকিপিডিয়াতে ।









রোদ
সুন্দরবনের সৌন্দর্য্য

 

সুন্দরবন বঙ্গোপসাগর উপকূলবর্তী অঞ্চলের একটি বিশিল বনভূমি যা বিশ্বের প্রাকৃতিক বিস্ময়াবলির অন্যতম। গঙ্গা, মেঘনা ও ব্রহ্মপুত্র এই ৩ নদীর অববাহিকার ব-দ্বীপ এলাকায় অবস্থিত এই অপরূপ বনভূমি বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলা এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দুই জেলা উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনা জুড়ে বিস্তৃত। সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হিসেবে সুন্দরবন বিশ্বের সর্ববৃহৎ অখণ্ড বনভূমি। ১০,০০০ বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা সুন্দরবনের ৬,০১৭ বর্গ কিলোমিটার রয়েছে বাংলাদেশে এবং বাকি অংশ রয়েছে ভারতের মধ্যে।

[তথ্য সুত্র: উইকিপিডিয়া]








রোদ
দানিউব নদীর পরিচয়

ইউরোপের দ্বিতীয় দীর্ঘতম নদী দানিউব। ইউরোপ মহাদেশের অন্যতম প্রধান পরিবহন পথ। এর উৎপত্তিস্থল হচ্ছে জার্মানির সোয়ার্টজওয়াল্ড অঞ্চলে। এটি সেখান থেকে পূর্বদিকে প্রায় ২৮৫০ কিমি প্রবাহিত হয়ে রুমানিয়ার উপকূলে কৃষ্ণ সাগরে পতিত হয়েছে। প্রায় ৩০০-র মত দানিউবের উপনদী আছে। প্রায় ৭৭৭,০০০ বর্গ কিমি দানিউব নদীর উপত্যকার আয়তন। আর এই উপত্যকা জার্মানি, অস্ট্রিয়া, স্লোভাকিয়া, হাঙ্গেরি, সার্বিয়া, ক্রোয়েশিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা, স্লোভেনিয়া, রোমানিয়া, বুলগেরিয়া, ও ইউক্রেন পর্যন্ত বিস্তৃত।




তথ্য সূত্র: দানিউব নদী, উইকিপিডিয়া

রোদ Sunday, March 7, 2021
পারস্য উপসাগরের পরিচয়

দক্ষিণ পশ্চিম এশিয়ায় পারস্য উপসাগর অবস্থিত। ওমান উপসাগরের একটি বর্ধিত অংশ। বর্তমান সময়ে ইরান (পূর্বেকার পারস্য)ও আরব উপদ্বীপের মধ্যে অবস্থান করছে। প্রবাল রীফ্ এর ঐশ্বর্যের জন্য বা মৎস চারণক্ষেত্র হিসেবে পারস্য উপসাগর যেমন বিখ্যাত তেমনি অবারিত মুক্তা সমৃদ্ধ ঝিনুকে খৃদ্ধ।


তথ্য সূত্র: পারস্য উপসাগর, উইকিপিডিয়া

রোদ Saturday, February 20, 2021
প্রশান্ত মহাসাগরের পরিচয়

পৃথিবীর প্রথম বৃহত্তম মহাসাগর হচ্ছে প্রশান্ত মহাসাগর। এটি দক্ষিণে অ্যান্টার্কটিকা, পশ্চিমে এশিয়া এবং অস্ট্রেলিয়া ঘেরা এবং পূর্বে দুই [[আমেরিকাt ]] মহাদেশ পর্যন্ত বিস্তৃত। প্রশান্ত মহাসাগরের আয়তন প্রায় ১৬৯.২ মিলিয়ন বর্গকিলোমিটার বা ৬৫.৩ মিলিয়ন বর্গমাইল, যা পৃথিবী পৃষ্ঠের প্রায় ৩২ শতাংশের সমান। এই মহাসাগরের মোট দ্বীপের সংখ্যা প্রায় ২৫ হাজার যা অবশিষ্ট চারটি মহাসাগরের সম্মিলিত দ্বীপের সংখ্যার চেয়ে বেশি। প্রশান্ত মহাসাগরে মাইক্রোনেশিয়া, পলিনেশিয়ার মতো যেমন রয়েছে ছোট দ্বীপ, তেমনি রয়েছে তাইওয়ান, নিউ গায়ানার মতো বড় দ্বীপ।






গড় গভীরতা: ৪,২৮০ মিটার বা ১৪,০৪০ ফুট
সর্বাধিক গভীরতা: ১০,৯১১ মিটার বা ৩৫,৭৯৭ ফুট
পানির আয়তন: ৭১,০০,০০,০০০ কিমি বা ১৭,০০,০০,০০০ মা

তথ্য সূত্র: প্রশান্ত মহাসাগর, উইকিপিডিয়া

রোদ Friday, February 19, 2021
আটলান্টিক মহাসাগরের পরিচয়

পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর হচ্ছে আটলান্টিক মহাসাগর বা অতলান্ত মহাসাগর। আয়তন প্রায় ১০৬.৪ মিলিয়ন বর্গকিলোমিটার (৪১.১ মিলিয়ন বর্গমাইল); এটি প্রায় পৃথিবীর এক পঞ্চমাংশ এলাকা জুড়ে অবস্থিত। এই মহাসাগরের পশ্চিম দিকে উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশ এবং পূর্ব দিকে ইউরোপ ও আফ্রিকা মহাদেশ অবস্থিত। উত্তরে উত্তর মহাসাগর এবং দক্ষিণে দক্ষিণ মহাসাগর।

গড় গভীরতা: ৩,৬৪৬ মিটার বা ১১,৯৬২ ফুট
পানির আয়তন: ৩১,০৪,১০,৯০০ কিমি বা ৭,৪৪,৭১,৫০০ মা




তথ্য সূত্র: আটলান্টিক মহাসাগর, উইকিপিডিয়া

রোদ Wednesday, February 17, 2021
বুর্জ খলিফার পরিচয়

বর্তমানে বুর্জ খলিফা বিশ্বের উচ্চতম ভবন যা ৪ঠা জানুয়ারী ২০১০ তারিখে উদ্বোধন করা হয়েছে। আরব আমিরাতের দুবাই শহরে অবস্থিত। বুর্জ খলিফা "দুবাই টাওয়ার" নামেও পরিচিত। ২০০৪ খ্রিস্টাব্দে "বুর্জ খলিফার" নির্মাণ কাজ শুরু হয় ও কাজ শেষ হয় ২০০৯ খ্রিস্টাব্দে। টাওয়ারটি তৈরি করতে প্রায় ১.৫ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় হয়েছে। এই ভবনে বাসা (এপার্টমেন্ট) আছে ১,০৪৪টি,  ৪৩তম এবং ৭৬তম তলায় আছে দুটি সুইমিং পুল। ১৬০ কক্ষবিশিষ্ট একটি হোটেল রয়েছে। দর্শকদের জন্য ১২৪তম তলায় প্রকৃতি দর্শনের ব্যবস্থা করা হয়েছে। এই ভবনে সংস্থাপিত কিছু লিফটের গতিবেগ ঘণ্টায় ৪০ মাইল।

অবস্থান: দুবাই, সংযুক্ত আরব আমিরাত
উচ্চতা: ৮২৮ মিটার বা ২,৭১৭ ফু
ছাদের উচ্চতা: ৮২৮ মি বা ২,৭১৭ ফু

তথ্য সূত্র: বুর্জ খলিফা, উইকিপিডিয়া

রোদ Thursday, February 11, 2021
টাইগ্রিস নদীর পরিচয়

টাইগ্রিস নদীর আরেক নাম দজলা। এটি দক্ষিণ-পশ্চিম এশিয়ার একটি নদী। তুরস্কে এর উৎপত্তি হয়ে ইরাকের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে ফোরাত নদীর সাথে মিলিত হয়েছে। আর পারস্য উপসাগরে শাত আল আরব নামে পড়েছে। এই নদীর দৈর্ঘ্য ১,৯০০ কিলোমিটার। পূর্ব তুরস্কের পর্বতমালায় উৎপত্তি লাভ করে নদীটি দক্ষিণ-পূর্বে প্রবাহিত হয়ে অল্প সময়ের জন্য তুরস্ক ও সিরিয়ার সবচেয়ে পূর্বের সীমান্ত গঠন করে ইরাকে প্রবেশ করেছে। ইরাকের দক্ষিণ দিকে এটি ফোরাত নদীর সাথে মিলিত হয়ে শাত আল আরব নদী গঠন করেছে।

দেশ: ইরান, ইরাক, তুরস্ক, সিরিয়া




তথ্য সূত্র: দজলা, উইকিপিডিয়া

রোদ Saturday, January 30, 2021
ইউফ্রেটিস নদীর নদীর পরিচয়

ইউফ্রেটিস দক্ষিণ-পশ্চিম এশিয়ার একটি নদী। এর আরেকটি নাম ফোরাত। ফোরাত নদীর দীর্ঘ ২,৭০০ কিলোমিটার। এর উৎপত্তি তুরস্কতে হয়ে ইরাক ও সিরিয়ার ভেতর দিয়ে প্রবাহিত হয়ে দজলা নদীর সাথে মিলিত হয়েছে। তারপর শাত আল আরব নামে পরিচিত পারস্য উপসাগরে পতিত হয়েছে। প্রাচীন মেসোপটেমীয় সভ্যতাগুলো ফোরাত ও দজলা নদীর পানি ব্যবহার করেই বিকাশ লাভ করেছিল। প্রাচীন সুমেরীয়, ব্যাবিলনীয় এবং আসিরিয় সভ্যতাগুলো এখানেই বিকাশ লাভ করেছিল।


দেশ: তুরস্ক, সিরিয়া, জর্ডান, সৌদি আরব, কুয়েত এবং ইরাক
দৈর্ঘ্য: ২,৮০০ কিমি

তথ্য সূত্র: ফোরাত নদী, উইকিপিডিয়া

রোদ Wednesday, January 27, 2021
নীলনদের পরিচয়
আফ্রিকা মহাদেশের একটি নদ হচ্ছে নীলনদ। বিশ্বের দীর্ঘতম নদ। এই নদের দুইটি উপনদ রয়েছে, নীলাভ নীল নদ ও শ্বেত নীল নদ। শ্বেত নীল নদ হচ্ছে দীর্ঘতর। আফ্রিকার মধ্যভাগের হ্রদ অঞ্চল থেকে শ্বেত নীল নদ উৎপন্ন হয়েছে। এই নদের সর্বদক্ষিণের উৎস হল দক্ষিণ রুয়ান্ডাতে।





উত্তর দিকে লেক ভিক্টোরিয়া, উগান্ডা, তাঞ্জানিয়া ও দক্ষিণ সুদানের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। ইথিওপিয়ার তানা হ্রদ থেকে নীলাভ নীল নদ উৎপন্ন হয়ে পূর্ব দিকে প্রবাহিত হয়ে সুদানে প্রবেশ করেছে। সুদানের রাজধানী খার্তুমের নিকটে দুইটি উপনদী মিলিত হয়েছে। নীলের উত্তরাংশ সুদান থেকে শুরু হয়ে মিশরের মধ্যে প্রবাহিত হয়েছে। প্রাচীন কাল থেকেই মিশরের সভ্যতা নীলের উপর নির্ভরশীল। প্রাচীন মিশরের প্রায় সমস্ত সাংস্কৃতিক এবং ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থাপনাও এর তীরেই অবস্থিত। বিশাল ব-দ্বীপ সৃষ্টি করে নীলনদ ভূমধ্যসাগরে গিয়ে মিশেছে।


দেশসমূহ: ইথিওপিয়া, সুদান, মিশর, উগান্ডা, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, কেনিয়া, তানজানিয়া, রুয়ান্ডা, বুরুন্ডি, দক্ষিণ সুদান, ইরিত্রিয়া
নগরসমূহ: জিনজা, জুবা, খার্তুম, কায়রো
অবস্থান: ভূমধ্যসাগর, মিশর
দৈর্ঘ্য: ৬,৮৫৩ কিলোমিটার বা ৪,২৫৮ মাইল
প্রস্থ: ২.৮ কিলোমিটার বা ২ মাইল

তথ্য সূত্র: নীলনদ, উইকিপিডিয়া

রোদ Monday, January 25, 2021