Raoud.com সম্বন্ধে

সৃষ্টির সেরা 'মানুষে'র শ্রেষ্ঠত্বের কারণগুলির অন্যতম একটি 'জ্ঞান'। যে কারণে সৃষ্টিকর্তা স্বয়ং সাধারণ জ্ঞান অর্জন'কে মানুষের জন্যে অত্যাবশ্যকীয় করে দিয়েছেন। মূর্খতা ও জ্ঞান কখনো এক হতে পারে না, যেরকম দিন ও রাত্রি। জ্ঞান এমনই এক আলোকবর্তিকা যা মূর্খ'তার অন্ধকার বিদূরিত করে মানুষকে করে তোলে সত্যিকার 'মানুষ'। 

বিংশ শতাব্দীর শেষ প্রান্ত পর্যন্তও জ্ঞান অর্জন করা ছিল বেশ কঠিন। ছাপানো কাগজের কিতাব ছাড়া জ্ঞান অর্জনের তেমন আর কোন মাধ্যমও ছিল না। আবার সনাতন যুগের ছাপাখানায় জ্ঞানের সব শাখা প্রশাখার অজস্র বই ছাপানোও যেমন কঠিন ছিল, তেমনি শহর-গ্রামের দুর-দুরান্তে তা পৌঁছানো ও পাঠকগণের সংগ্রহ করে পড়াও ছিল কষ্টসাধ্য ও ব্যয়বহুল। হয়তো একারণেই কত জ্ঞান-পিপাসু মানুষের জ্ঞান আহরণের অদম্য অভিপ্রায় অপূর্ণ'ই থেকে গেছে। জ্ঞান অর্জনের আরেকটি মাধ্যম ভ্রমণও ছিল ব্যয়বহুল এবং সময়সাপেক্ষ, যার ফলে সাধারণ মানুষের জন্যে তা'ও ছিল অপূরণীয়।

আর এখন? সমস্ত প্রশংসা আল্লাহ তায়ালা'র জন্যে যে, একবিংশ শতাব্দীর শুরু থেকেই জ্ঞান অর্জন মানুষের হাতের মুঠো'ই! জ্ঞানের ক্ষুদ্র থেকে বৃহত্তর, নিম্ন থেকে উচ্চতর যেকোন শাখা-প্রশাখা'র জ্ঞান লব্ধ করা এখন খুবই সহজসাধ্য। এজন্যে না অনেক ব্যয়ের প্রয়োজন, না দুর-দুরান্তে ভ্রমণ! আর না এ কোন সংকীর্ণ ভূ-খন্ডের মধ্যে সীমাবদ্ধ! বিশ্বব্যাপী জ্ঞান-ভান্ডারের এক অসীম অবারিত জগতের দুয়ার যেন খুলে দেয়া হয়েছে! শুধু উইকিপিডিয়াতেই রয়েছে বিভিন্ন বিষয়ের উপর ৬১ লক্ষেরও অধিক নিবন্ধ (বিস্তারিত এখানে), এবং প্রতিদিন যোগ হচ্ছে প্রায় ৬০০ করে। এছাড়াও এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকামাই-ইবুকস, ওপেন লাইব্রেরী, ডিজিটাল লাইব্রেরীর মতো বিনামূল্যের অনলাইন রিসোর্সগুলোতেও রয়েছে লক্ষ লক্ষ নিবন্ধ ও বিশ্বখ্যাত লেখকগণের ই-বুক (eBook) পড়ার সুব্যবস্থা! এমনকি পৃথিবী'র বিখ্যাত সব পন্ডিত ব্যক্তিবর্গের মুখ নিসৃত জ্ঞান, বিংশ শতাব্দীতে যা ভাবাই যেত না, সেটা এখন সাধারণ ব্যাপার। আর ভ্রমণ লব্ধ জ্ঞান? তা'ও আর অপূরণীয় নেই! ভ্রমণ না করেও  দেশ-বিদেশের হাজার হাজার ভ্রমণকারীদের অভিজ্ঞতার জ্ঞান ছড়িয়ে পড়ছে সবার অন্তরে!


Raoud.com এর লক্ষ্য ও উদ্দেশ্য

Raoud.com (রোদ.কম) এর আয়োজন আসলে বিশাল এই জ্ঞান ভান্ডার থেকে সাধারণ জ্ঞানের যতসামান্য কিছু বিষয় নিজেরা জানা এবং নিকটবর্তী ও দুরবর্তী জ্ঞান অনুসন্ধানীদের সাথে তা শেয়ার করা, কারণ পড়া ও লিখার মাধ্যমেই আসলে জানা ও শেখার পূর্ণতা। আল্লাহ তায়ালা যেমন বলেছেন, "পড়, তোমার প্রভুর নামে(সূরা আলাক ১), তেমনই আবার বলেছেন "তিনি কলম দ্বারা (জ্ঞান) শিক্ষা দিয়েছেন" (সূরা আলাক ৪)। যার ফলে 'পড়া' ও 'লিখা' উভয়টিই যে জ্ঞান অর্জনের গুরুত্বপূর্ণ 'পথ' তা বোঝা যায় । Raoud.com (রোদ.কম) এর মূল উদ্দেশ্য এটাই 'পড়া' ও 'লিখা' 'জানা' ও 'জানানো'।

এছাড়াও, একবিংশ শতাব্দীর কল্যাণকর প্রাপ্তির সাথে সাথে, যে বিজাতীয় অপ-সংস্কৃত, অশ্লীলতা আর জ্ঞানহীন উন্মাদনার অকল্যাণকর প্রাপ্তি আমাদের জীবনে যোগ হয়েছে, তা থেকে বেঁচে থাকা ও আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে যে শক্ত ও অব্যর্থ হাতিয়ার আমরা অবলম্বন করতে পারি তা হচ্ছে জ্ঞান চর্চা। নিজেদের স্বকীয়তা টিকিয়ে রেখে আলোকিত মানুষদের দলে শামিল হওয়ার এছাড়া আর কোন উপায় নেই। তরবারির চাইতে কলম'ই শক্তিশালী। মহান সৃষ্টিকর্তা আল্লাহ তায়ালা নিজেই আমাদেরকে জ্ঞান চর্চার বিষয়ে উৎসাহিত করেছেন। হাদীসে বলা হয়েছে "জ্ঞানী'র জ্ঞান চর্চা, মূর্খ ইবাদতকারীর সারা রাত্রি ইবাদত করার চেয়ে উত্তম"! আর কুরআনে বলা হয়েছে, "যে ব্যক্তিকে জ্ঞান দেয়া হয়েছে, তাকে প্রচুর কল্যাণ দান করা হয়েছে" (সূরা বাকারা ২৬৯)


যেভাবে তথ্য সংগৃহীত হয়েছে

এই সাইটে যেসব বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এবং যেসব তথ্য সন্নিবেশিত হয়েছে তা'র সবই নির্ভরযোগ্য সুত্রসমূহ থেকে সংগৃহীত। সুত্রসমূহের উৎস পাদ টীকায় অনলাইন লিংকসহ (যেক্ষেত্রে প্রযোজ্য) উল্লেখ করে দেয়া হয়েছে।


যেসব বিষয়কে অগ্রাধিকার দেয়া হয়েছে

সাধারণ জ্ঞানের বিষয়সমূহ যেমন বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি, ইসলাম ও জীবন, জীববৈচিত্র, ভ্রমণ, বুক রিভিউ, মহাকাশ বিজ্ঞান ইত্যাদি।


কৃতজ্ঞতা স্বীকার

Raoud.com (রোদ.কম) ওয়েবসাইট'টি Google LLC এর ফ্রি ব্লগিং সার্ভিস Blogger.com এ বানানো হয়েছে। Blogger.com জনসাধারণের জন্য উন্মুক্ত, বিজ্ঞাপন মুক্ত, মান সম্মত একটি বিনামূল্যের সেবা। যেকোন জিমেইল (gmail.com) ইমেইল ব্যবহাকারী সেবাটি বিনামূল্যে পেতে পারেন।