Results for "রাজধানী"
সানার সংক্ষিপ্ত পরিচয়
ইয়েমেনের রাজধানী হলো সানা ও সানা গভর্নরেটের কেন্দ্রবিন্দু। এটি পৃথক প্রশাসনিক জেলা "আমানত আল-আসেমাহ" এর মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম শহরগুলোর মধ্যে সানা একটি।পৃথিবীর সর্বোচ্চ রাজধানী শহরগুলোর একটি, সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় ২,৩০০ মিটার (৭,৫০০ ফুট)। পুরাতন সানা শহর হল ইউনেস্কো ঘোষিত একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান।



তথ্য সূত্র: সানা, উইকিপিডিয়া

রোদ Tuesday, August 31, 2021
তেহরানের পরিচয়

ইরানের রাজধানী ও প্রধান শহর হচ্ছে তেহরান। তেহরান ইরান ও পশ্চিম এশিয়ায় সবচেয়ে জনবহুল শহর। কাজার বংশের আঘা মোহাম্মদ খান ১৭৯৬ খ্রিষ্টাব্দে ইরানের রাজধানী হিসেবে তেহরানকে প্রথমবার নির্বাচিত করেছিলো। যাতে করে রাশিয়া-ইরানী যুদ্ধের ফলে ইরানের কাছ থেকে আলাদা হয়ে যাওয়া ককেশাস অঞ্চলে ইরানের অঞ্চলগুলির নিকটবর্তী স্থানে থাকা যায় এবং ইরানের পূর্ববর্তী শাসনকার্য বংশোদ্ভূতদের বিপক্ষ দলগুলি এড়ানো যায়। বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে রাজধানীকে সরানো হয়েছে এবং তেহরান ইরানের ৩২ তম জাতীয় রাজধানী।





তথ্য সূত্র: তেহরান, উইকিপিডিয়া

রোদ Monday, August 30, 2021
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী দুবাই এর পরিচয়

সংযুক্ত আরব আমিরাতের সর্ববৃহৎ এবং সবচেয়ে জনবহুল শহর হচ্ছে দুবাই। শহরটি পারস্য উপসাগরের দক্ষিণ-পূর্ব উপকূলে অবস্থিত। দুবাই শহরটি বৈশ্বিক শহর এবং মধ্য প্রাচ্যের প্রধান ব্যবসা কেন্দ্র। যাত্রী এবং পণ্যবাহী বিমানের জন্য একটি বড় বৈশ্বিক পরিবহনের কেন্দ্র। বিংশ শতকের শুরুর দিকে আঞ্চলিক ও আন্তর্জাতিক বাণিজ্যের একটি কেন্দ্র ছিল। বড় বড় নির্মাণ প্রকল্প, অনেক হোটেল এবং বড় বড় ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে দুবাই বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে।


দেশ: সংযুক্ত আরব আমিরাত
আয়তন: ৩৫ বর্গকিমি বা ১৪ বর্গমাইল
জনসংখ্যা (৮ অক্টোবর ২০১৮): ৩১,৩৭,৪৬৩

তথ্য সূত্র: দুবাই, উইকিপিডিয়া

রোদ Wednesday, February 10, 2021
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার পরিচয়
ইন্দোনেশিয়ার রাজধানী এবং সর্ববৃহৎ শহর হচ্ছে জাকার্তা। শহরটি একটি প্রদেশের অন্তর্গত ও পৌর এলাকার জনবহুল জায়গাগুলোর মধ্যে একটি। জাভা দ্বীপের উত্তর-পশ্চিমে জাকার্তা অবস্থিত যা ইন্দোনেশিয়ার সাংস্কৃতিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক কেন্দ্রবিন্দু।




দেশ: ইন্দোনেশিয়া
আয়তন: ৬৬১.৫ বর্গকিমি বা ২৫৫.৪ বর্গমাইল
উচ্চতা: ৮ মিটার বা ২৬ ফুট
জনসংখ্যা (২০১০ আদমশুমারি): ৯৬,০৭,৭৮৭

তথ্য সূত্র: জাকার্তা, উইকিপিডিয়া

রোদ Friday, February 5, 2021
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের পরিচয়

মালয়েশিয়ার রাজধানী এবং বৃহত্তম শহর হচ্ছে কুয়ালালামপুর। মালয়েশিয়ার সাংস্কৃতিক, আর্থিক ও অর্থনৈতিক কেন্দ্র হচ্ছে কুয়ালালামপুর। এই শহরটি একসময় ফেডারেল সরকারের নির্বাহী ও বিচার বিভাগীয় শাখার সদর দপ্তর ছিল। কিন্তু ১৯৯৯ সালের শুরুর দিকে পুত্রজায়ায় স্থানান্তরিত করা হয়েছে।

মালয়েশিয়ার তিনটি ফেডারেল অঞ্চলগুলির মধ্যে কুয়ালালামপুর একটি, যা মালয়েশিয়ার উপদ্বীপীয় এর মধ্যে পশ্চিম উপকূলে সেলেঙ্গর রাজ্যের অন্তর্ভুক্ত। ১৯৯৮ সালে কমনওয়েলথ গেমস এবং ২০১৭ সালে দক্ষিণ-পূর্ব এশিয়ান গেমস সহ অনেকগুলো আন্তর্জাতিক ক্রীড়া, সাংস্কৃতিক এবং রাজনৈতিক অনুষ্ঠানের আয়োজন হয়েছিল এই শহরে। সাম্প্রতিক দশকে কুয়ালালামপুর দ্রুত বিকাশ লাভ করেছে। আর পেট্রোনাস টাওয়ার্স বিশ্বের দুটি উচ্চতম বিল্ডিংয়ের বাড়ি তখন থেকে মালয়েশিয়ার উন্নয়নের প্রতীক হয়ে উঠেছে।

দেশ: মালয়েশিয়া
আয়তন: ২৪৩ বর্গকিমি বা ৯৪ বর্গমাইল
উচ্চতা: ৬৬ মিটার বা ২১৭ ফুট
জনসংখ্যা (২০১৮ আনু): ১৭,৯০,০০০

তথ্য সূত্র: কুয়ালালামপুর, উইকিপিডিয়া

রোদ Thursday, February 4, 2021
সুদানের রাজধানী খার্তুমের পরিচয়

সুদানের রাজধানী এবং দেশের দ্বিতীয় বৃহত্তম শহর হচ্ছে খার্তুম। এটি সাদা নদের নিকট, নীল নদ এবং ভিক্টোরিয়া হ্রদ এর পূর্বে ও ইথিওপিয়ার দক্ষিণে অবস্থিত। নীল নদের দুই পাড়ের এলাকা নিয়ে খার্তুম শহরটি গড়ে উঠেছে। যেখানে দুই নদ মিলিত হয় সেখানে শহরটি অবস্থিত। "আল মরগান"  নামেও জায়গাটি পরিচিত।

মসজিদ আলহাজা সৌদ

খার্তুমে সূর্যাস্ত

রাতের বেলায় খার্তুম

দেশ: সুদান
জনসংখ্যা (২০১৪): ৫১,৮৫,০০০

তথ্য সূত্র: খার্তুম, উইকিপিডিয়া

রোদ Wednesday, February 3, 2021
মালদ্বীপের রাজধানী মালের পরিচয়

মালদ্বীপের রাজধানী ও সর্বাধিক জনবহুল শহর হচ্ছে মালে। পৃথিবীর সর্বাধিক অন্যতম ঘনবসতিপূর্ণ শহরগুলোর মধ্যে অন্যতম। এই শহরটির অবস্থান ভৌগোলিকভাবে উত্তর মালা অ্যাটল(কাফু অ্যাটল) এর দক্ষিণে।

ঐতিহাসিকভাবে এই শহরটি ছিল রাজা শাসিত দ্বীপ। প্রাচীন রাজবংশ যেখানে শাসন করত আর সেখানেই প্রাসাদটি অবস্থিত। তখন শহরটি মহল নামে পরিচিত ছিল। রাজতন্ত্র ১৯৪৮ সালে বিলুপ্ত হবার পর রাষ্ট্রপতি ইব্রাহিম নাসির এর শাসনকালে শহরটিকে পুনঃনির্মাণ করা হয়। আর সুরম্য দুর্গসমূহ(কোশি), রাজপ্রাসাদ(গনদুয়ারা) এবং ঘাঁটিসমূহ(বুড়ুজ) ধ্বংস করা হয়। তবে মালে ফ্রাইডে মসজিদ থেকে গিয়েছিল।

আকাশ থেকে ধারণকৃত মালদ্বীপের রাজধানী মালে শহরের ছবি

দেশ: মালদ্বীপ
আয়তন: ৯.২৭ বর্গ কিলোমিটার বা ৩.৫৮ বর্গ মাইল
উচ্চতা: ২.৪ মিটার বা ৭.৯ ফুট
জনসংখ্যা: ১৩৩৪১২

তথ্য সূত্র: মালে, উইকিপিডিয়া

রোদ Tuesday, February 2, 2021
ইয়েমেনের রাজধানী সানার পরিচয়

ইয়েমেনের রাজধানী ও বৃহত্তম শহর সানা। দেশটির রাজধানী সানা শহরকে ধরা হয় ইয়েমেনের সংবিধান অনুযায়ী। যদিও সরকারের সকল প্রশাসনিক দপ্তর ২০১৪-১৫ ইয়েমেনি অভ্যুত্থানের পর আন্তর্জাতিকভাবে এডেনে স্থান্তরিত করা হয়েছে। রাষ্ট্রপতি মানসুর হাদি কর্তৃক ২০১৫ সালে মার্চে এডেনকে অস্থায়ী রাজধানী হিসাবে ঘোষণা করা হয়েছিল।

পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম শহরগুলোর মধ্যে সানা একটি। পৃথিবীর সর্বোচ্চ রাজধানী শহরগুলোর মধ্যে একটি সানা, ২,৩০০ মিটার বা ৭,৫০০ ফুট এর উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে। সানা শহর হচ্ছে ইউনেস্কো থেকে ঘোষিত একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান।

পুরাতন সানা

দেশ: ইয়েমেন
জনসংখ্যা(২০১২): প্রায় ১,৯৩৭,৫০০ জন

তথ্য সূত্র: সানা, উইকিপিডিয়া

রোদ Monday, February 1, 2021
ইরানের রাজধানী তেহরানের পরিচয়

ইরানের রাজধানী ও প্রধান শহর হচ্ছে তেহরান। ১৭৯৬ খ্রিষ্টাব্দে কাজা নামের এক বংশের আঘা মোহাম্মদ খান কর্তৃক প্রথমবার তেহরানকে ইরানের রাজধানী হিসেবে নির্বাচিত করা হয়েছিল। যার কারণ হচ্ছে যে, রাশিয়া-ইরানী যুদ্ধের জন্য ইরানের কাছ থেকে পৃথক হয়ে যাওয়া ককেশাস অঞ্চলে ইরান দেশের অঞ্চলগুলোর কাছের স্থানে থাকা যায় এবং পূর্ববর্তী শাসনকার্য ইরানের বংশোদ্ভূতদের বিপক্ষ দলগুলি এড়ানো যায়। বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে রাজধানী সরানো হয়েছে এবং তেহরান ইরানের ৩২ তম জাতীয় রাজধানী।

দেশ: ইরান
আয়তন: ৭৩০ বর্গকিমি বা ২৮০ বর্গমাইল
উচ্চতা: ৯০০ to ১,৮৩০ মিটার বা ২,৯৫২ to ৬,০০৩ ফুট
জনসংখ্যা (est.): ৭১,৬০,০৯৪




তথ্য সূত্র: তেহরান, উইকিপিডিয়া

রোদ Saturday, January 30, 2021
ইরাকের রাজধানী বাগদাদের পরিচয়

ইরাকের রাজধানীর নাম বাগদাদ। এটি দজলা নদীর তীরে অবস্থিত। ৮ম শতাব্দীতে এই শহরটি প্রতিষ্ঠিত হয়েছিল। এটি রাজধানীতে পরিনত হয়েছিল আব্বাসীয় খিলাফতের আমলে।

আল-কাদিমিয়া মসজিদ

তারপর অল্প সময়ের মধ্যেই মুসলিম বিশ্বের এক গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক, বাণিজ্যিক এবং বুদ্ধিবৃত্তিক কেন্দ্র হিসাবে বিকশিত হয়েছিল। বহুবিধ জাতিগোষ্ঠি ও বহুবধর্মীয় ব্যক্তিবর্গের আতিথ্যে আর অন্যতম কিছু শিক্ষা প্রতিষ্ঠানের জন্য শহরটি "জ্ঞানের শহর" হিসাবে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছিল। দশ লাক্ষেরও বেশি জনসংখ্যা নিয়ে বাগদাদ মধ্যযুগের বৃহত্তম শহর ছিল। ১২৫৮ সাল চলাকালীন মঙ্গোল সাম্রাজ্যের হাতে শহরটির বেশিরভাগ ধ্বংস হয়ে যায়। ফলে বহু শতাব্দী ধরে একাধিক সাম্রাজ্যের উত্থান এবং ঘন ঘন প্লেগ রোগের কারণে ক্রমশ এর পতন ঘটতে থাকে। ১৯৩৮ সালের দিকে ইরাক একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে পরিচিত হওয়ার পর বাগদাদ শহর ধীরে ধীরে আরব সংস্কৃতির একটি উল্লেখযোগ্য কেন্দ্র হিসাবে তার পূর্বের কিছু খ্যাতি ফিরে পায়। ৬ বা ৭ মিলিয়নেরও বেশি জনসংখ্যা নিয়ে বাগদাদ ইরাকের বৃহত্তম শহর।

দেশ: ইরাক
আয়তন: ২০৪.২ বর্গকিমি বা ৭৮.৮ বর্গমাইল
উচ্চতা: ৩৪ মিটার বা ১১২ ফুট
জনসংখ্যা(২০১৮): ৬৬,৪৩,০০০

তথ্য সূত্র: বাগদাদ, উইকিপিডিয়া

রোদ Wednesday, January 27, 2021
মিশরের রাজধানী কায়রোর পরিচয়

মিশরের রাজধানী হচ্ছে কায়রো। ধারণা করা হয় যে, এই শহরের সন্নিকটে প্রাচীন মিশরীয় বাবিলন শহর অবস্থিত ছিল। কায়রোর অবস্থান নীল নদের ব-দ্বীপ এর শীর্ষ ভাগে। ৯৬৯ সালে, ফাতিমীয় সেনাপতি জওহর কর্তৃক কায়রো প্রতিষ্ঠিত হয়। এই শহর ১২শ শতকে ক্রুসেডারদের আক্রমণের শিকার হয়। মামলূক সাম্রাজ্যের শাসন ছিল ১৩শ থেকে ১৬শ শতকের প্রথম দিক পর্যন্ত আর উস্‌মানীয় সাম্রাজ্যের শাসন ছিল ১৫১৭-১৭৯৮ পর্যন্ত। নেপোলিয়নের অধিকারে ছিল ১৭৯৮-১৮০১ সাল। কায়রো শহর ১৮৮২-১৯৩৬ সাল ব্রিটিশ অধিকারে থাকে। কায়রোতে মিত্র বাহিনীর মধ্যপ্রাচ্য রণাঙ্গণের সদর দপ্তর দ্বিতীয় বিশ্বযুদ্ধে অবস্থিত ছিল।

Ibn Tulun Mosque


দেশ: মিশর
আয়তন: ৬০৬ বর্গকিমি বা ২৩৪ বর্গমাইল
উচ্চতা: ২৩ মিটার বা ৭৫ ফুট
জনসংখ্যা (2017): ৯৫,০০,০০০

রোদ Tuesday, January 26, 2021
কাতারের রাজধানী দোহার পরিচয়

কাতারের রাজধানীর নাম দোহা। কাতারের সবচেয়ে জনবহুল শহর। কাতারের পূর্বে পারস্য সাগরের উপকূল ঘেঁষে দোহা অবস্থিত। ১৮২০ সালে আলবিদ্দা নামের এক শহরের উপশহর হিসেবে দোহা শহরটির প্রতিষ্ঠা হয়েছিল। কাতার ১৯৭১ সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভ করে। তারপর দোহা শহরটিকে রাজধানী হিসেবে ঘোষণা করা হয়।

দেশ: কাতার
আয়তন: ১৩২ বর্গকিমি বা ৫১ বর্গমাইল
জনসংখ্যা (2018): ২৩,৮২,০০০

তথ্য সূত্র: দোহা, উইকিপিডিয়া

রোদ Thursday, January 21, 2021
জর্ডানের রাজধানী আম্মানের পরিচয়

পশ্চিম এশিয়ার রাষ্ট্র জর্দানের রাজধানীর নাম আম্মান। এই নগরটির আয়তন প্রায় ১,৬৮০ বর্গকিলোমিটার বা ৬৪৮.৭ বর্গমাইল। বহু হাজার বছর ধরেই এই নগরটিতে লোকালয় ছিল। নগরীটিকে অনেক শক্তি নিয়ন্ত্রণ করত। কিন্তু ১৩০০ খ্রিস্টাব্দের দিকে অজানা কোনও কারণে নগরীটি বিলুপ্ত হয়ে যায়। ১৮৭৮ সালে রাশিয়া থেকে কিছু ব্যক্তি পালিয়ে এসে নগরীটিতে একটি ছোট গ্রাম স্থাপন করে। জর্দান ১৯৪৬ সালে স্বাধীন হয়। তারপর থেকে আম্মান নগরীর ব্যাপক প্রবৃদ্ধি ঘটে।

দেশ: জর্দান
আয়তন: ১,৬৮০ বর্গকিমি বা ৬৫০ বর্গমাইল
জনসংখ্যা (2014): ৪০,০৭,৫২৬

তথ্য সূত্র: আম্মান, উইকিপিডিয়া

রোদ Wednesday, January 20, 2021
তুরস্কের রাজধানী আঙ্কারার পরিচয়

তুরস্কের রাজধানীর নাম আঙ্কারা। এটি তুরস্কের দ্বিতীয় বৃহত্তম শহর। আঙ্কারা তুরস্কের গ্রান্ড ন্যাশনাল অ্যাসেম্বিলিতে ১৯২০ সালের ২৩ শে এপ্রিল রাজধানী শহর হিসেবে প্রতিষ্ঠিত হয়। দীর্ঘ লোমবিশিষ্ট ছাগলের জন্য আংকারা শহর বিখ্যাত ছিল যেটিকে অ্যাঙ্গোরা ছাগল নামে পরিচিত। এছারাও নাসপতি, দীর্ঘ লোমবিশিষ্ট খরগোস বা বিড়াল, মধু, আঙ্গুরের জন্য বিখ্যাত।

আতাকুলে

দেশ: তুরস্ক
আয়তন: ২৪,৫২১ বর্গকিমি বা ৯,৪৬৮ বর্গমাইল
উচ্চতা: ৯৩৮ মিটার বা ৩,০৭৭ ফুট
জনসংখ্যা (2017): ৫৪,৪৫,০২৬

তথ্য সূত্র: আঙ্কারা, উইকিপিডিয়া

রোদ Tuesday, January 19, 2021
সিরিয়ার রাজধানী দামেস্কের পরিচয়

সিরিয়ার রাজধানীর নাম দামেস্ক। সভ্যতার প্রাচীন ও মধ্যযুগের ইতিহাস নিয়ে আলোচনা হলে দামেস্কের  নাম উঠে আসবেই। এখানে মানুষের বসতির চিহ্ন পাওয়া গেছে প্রায় দশ হাজার বছর ধরে। তাই "দামেস্কই পৃথিবীর প্রাচীনতম শহর" বলে দাবি করা হয়। তবে এখনও এই দাবির পক্ষে জোরালো প্রমাণ পাওয়া যায়নি।

আজম প্রাসাদ

উমাইয়া মসজিদ

টেক্কে মসজিদ

দামেস্কের সাধারণ দৃশ্য

মক্তব আনবার

মাউন্ট কাসিয়ুন

 

দেশ: সিরিয়া
আয়তন: ১০৫ বর্গকিমি বা ৪১ বর্গমাইল
উচ্চতা: ৬৮০ মিটার বা ২,২৩০ ফুট
জনসংখ্যা (২০০৯ সাল): ১৭,১১,০০০

তথ্য সূত্র: দামেস্ক, উইকিপিডিয়া

রোদ Monday, January 18, 2021
ওমানের রাজধানী মাস্কাটের পরিচয়

ওমানের রাজধানীর নাম মাস্কাট। মেট্রোপলিটন এলাকার আয়তন হচ্ছে  ১,৫০০ বর্গকিমি বা ৫৮০ বর্গ মাইল। পূর্ব ও পশ্চিমের বাণিজ্যিক যোগাযোগের কেন্দ্র বিন্দু হিসেবে ওইলায়েট প্রথম শতাব্দী থেকে পরিচিত। যা ৬টি এলাকা নিয়ে গঠিত। মাস্কাট গলফ সাগরের গুরুত্বপুর্ন বন্দর নগরী। তাই এটি বিদেশী ব্যবসায়ীদের জন্য আকর্ষনীয় স্থান।




ওমানের পতাকা


দেশ: ওমান
আয়তন: ৩,৫০০ বর্গকিমি বা ১,৪০০ বর্গমাইল
জনসংখ্যা (২০১০): ৭,৩৪,৬৯৭
সময় অঞ্চল: Oman standard time (ইউটিসি+4)

তথ্য সূত্র: মাস্কাট, উইকিপিডিয়া

রোদ Sunday, January 17, 2021
সৌদি আরবের রাজধানী রিয়াদের সংক্ষিপ্ত পরিচয়

রিয়াদ হচ্ছে সৌদি আরবের রাজধানী এবং সবচেয়ে বড় শহর। আরব উপদ্বীপের মধ্যভাগের মালভূমি অঞ্চলে অবস্থিত।

দেশের মোট জনসংখ্যার ২০% মানুষ এখানে বসবাস করে। যুবক আব্দুল আজিজ ১৯০২ সালে রিয়াদের নিয়ন্ত্রণ গ্রহণ করেন। তারপর তিনি রিয়াদ কে লোহিত সাগর পর্যন্ত বিস্তৃত আরব উপদ্বীপের বিশাল অঞ্চলের ওপর ক্রমান্বয়ে আধিপত্য প্রতিষ্ঠার ভিত্তি হিসেবে ব্যবহার করেন। ১৯৩২ সালে রিয়াদ সৌদি আরবীয় রাজতন্ত্র হিসেবে প্রতিষ্ঠা পায়।

আয়তন: ১৭৯৮ বর্গকিমি, ৬৯৪ বর্গমাইল
উচ্চতা: ৬১২ মিটার, ২,০০৮ ফুট
জনসংখ্যা:
               আনুমানিক ২০২০: ৮,৯০০,০০০ জন
সময় অঞ্চল: আরবীয় মান সময় (ইউটিসি+৩)

রোদ Friday, December 25, 2020
দক্ষিণ এশিয়ার সবগুলো দেশের রাজধানীর নাম

দক্ষিণ এশিয়াতে পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র ভারতসহ মোট ৮ টি দেশ আছে। নিচে সবগুলো দেশের রাজধানীর নাম দেওয়া হলো।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ

 

বাংলাদেশ: ঢাকা
পাকিস্তান: ইসলামাবাদ

মালদ্বীপের রাজধানী: মালে
ভারতের রাজধানী: নয়া দিল্লি
আফগানিস্তানের রাজধানী: কাবুল
নেপালের রাজধানী: কাঠমান্ডু
ভুটানের রাজধানী: থিম্পু
শ্রীলংকার রাজধানী: শ্রী জয়াবর্ধেনেপুরা কোট্টে (প্রশাসনিক), কলম্বো (বাণিজ্যিক)


রোদ Thursday, August 27, 2020