পদ্মা নদীর উৎপত্তিস্থল

পদ্মা বাংলাদেশের প্রধান এবং তৃতীয় দীর্ঘতম নদী। ভারতের গঙ্গোত্রী হিমবাহ থেকে গঙ্গা নদী উৎপন্ন হয়েছে। বাংলাদেশের রাজশাহী জেলার ভিতর দিয়ে নদীটি এ দেশে প্রবেশ করে। তারপর এই নদীর নাম হয় পদ্মা নদী।

দৈর্ঘ্য: ১২০ কিলোমিটার, ৭৫ মাইল
উৎস: গঙ্গা নদী
গভীরতা: ১,৫৭১ ফুট, ৪৭৯ মিটার
গড় গভীরতা: ৯৬৮ফুট, ২৯৫ মিটার

পদ্মা নদীর কিছু চিত্র




তথ্য সূত্র: পদ্মা নদী, উইকিপিডিয়া