পৃথিবীর সবচেয়ে বড় পাঁচটি নদী

পৃথিবীতে অনেক নদ-নদী রয়েছে। তার মধ্যে পৃথিবীর বৃহত্তম পাঁচটি নদী হচ্ছে,

১.নীল নদ
২.আমাজন নদী
৩.ইয়ানগেটজ নদী
৪.মিসিসিপি নদী
৫.ইয়েনিসেই নদী

নীল নদ

আফ্রিকা মহাদেশের একটি নদী নীলনদ। পৃথিবীর সর্বোচ্চ দীর্ঘতম নদ। ইথিওপিয়া, সুদান, মিশর, উগান্ডা, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, কেনিয়া, তানজানিয়া, রুয়ান্ডা, বুরুন্ডি, দক্ষিণ সুদান, ইরিত্রিয়া এই ১১টি দেশের উপর দিয়ে এই নদ প্রবাহিত। এই নদের দৈর্ঘ্য হচ্ছে ৬,৮৫৩ কিলোমিটার, ৪,২৫৮ মাইল।

নীল নদ

আমাজন নদী

দক্ষিণ আমেরিকায় আমাজন নদী অবস্থিত। এটি বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম নদী।     ব্রাজিল, কলাম্বিয়া, পেরু এই তিনটি দেশের উপর দিয়ে আমাজন নদী প্রবাহিত।     এই নদীর দৈর্ঘ্য হচ্ছে ৬,৪০০ কিলোমিটার, ৪,০০০ মাইল।

আমাজন নদী

ইয়ানগেটজ নদী

ইয়ানগেটজ নদী বিশ্বের তৃতীয় দীর্ঘতম নদী। চিনে এর আদরের নাম চ্যাঙ জিয়াঙ্গ। এই নদীর দৈর্ঘ্য হচ্ছে ৬,৩০০ কিলোমিটার।

ইয়ানগেটজ নদী 

মিসিসিপি নদী

মিসিসিপি নদী বিশ্বের চতুর্থ দীর্ঘতম নদী। এই নদীর দৈর্ঘ্য হচ্ছে ৬,২৭০ কিমি, ৩,৯০০ মাইল।



মিসিসিপি নদী  

ইয়েনিসেই নদী

রাশিয়ার সাইবেরিয়ার মধ্যভাগের একটি নদী ইয়েনিসেই। এটি পৃথিবীর পঞ্চম দীর্ঘতম নদী। এই নদীর দৈর্ঘ্য হচ্ছে ৫,৫৩৯ কিলোমিটার।

ইয়েনিসেই নদী