পৃথিবীতে কয়টি সাগর ও মহাসাগর আছে

প্রশান্ত মহাসাগর

প্রশান্ত মহাসাগর

মহাসাগর

পাশ্চাত্ত্য ভূগোলবিদরা নিজেদের সুবিধার জন্য মহাসাগরকে মোট ৫টি অংশে বিভক্ত করেছেন। সেগুলো হলো:

  1. প্রশান্ত মহাসাগর
  2. আটলান্টিক মহাসাগর
  3. ভারত মহাসাগর
  4. দক্ষিণ মহাসাগর বা এন্টার্কটিকা মহাসাগর
  5. উত্তর মহাসাগর বা আর্কটিক মহাসাগর

সাগর

পৃথিবীতে মোট ২৭টি সাগর রয়েছে। সেগুলো হলো:

  1. আরব সাগর
  2. বাল্টিক সাগর
  3. বেরিং সাগর
  4. কৃষ্ণ সাগর
  5. ক্যারিবিয়ান সাগর
  6. পূর্ব চীনা সাগর
  7. মেক্সিকো উপসাগর
  8. হাডসন বে
  9. ভূমধ্যসাগর
  10. লোহিত সাগর
  11. জাপান সাগর
  12. পারস্য উপসাগর
  13. বঙ্গোপসাগর
  14. ওয়েডেল সাগর
  15. দণি চীন সাগর
  16. আরাফুরা সাগর
  17. প্রবাল সাগর
  18. তাসমান সাগর
  19. ইয়েলো সাগর
  20. ওখোতস্ক সাগর
  21. বিউফোর্ট সাগর
  22. কাস্পিয়ান সাগর
  23. উত্তর সাগর
  24. ব্যারেন্টস সাগর
  25. হোয়াইট সাগর
  26. কারা সাগর
  27. অ্যারাল সাগর