হিমালয় পর্বতমালা কাকে বলে?

নেপালের হিমালয়া অঞ্চল কেন্দ্র করে যেসব পাহাড়-পর্বতগুলো অবস্থিত যা ভারত, পাকিস্তান, আফগানিস্তান, চীন, নেপাল ও ভূটানের বিভিন্ন এলাকা পর্যন্ত ব্যাপৃত। সেইসব পাহাড়-পর্বতগুলোকে এক কথায় হিমালয় পর্বতমালা বলা হয়। হিমালয় পর্বতমালার তিব্বতীয় মালভূমি থেকে ভারতীয় উপমহাদেশকে বিভক্ত করেছে। এই পর্বতমালার মাউন্ট এভারেস্ট, কেটু, কাঞ্চনজঙ্ঘা প্রভৃতি বিশ্বের উচ্চতম পর্বতশৃঙ্গ। 

হিমালয় পর্বতমালা

আয়তন: ২,৪০০ কিলোমিটার, ১,৫০০ মাইল
অবস্থান: মালদ্বীপ ও বাংলাদেশ ছাড়া দক্ষিণ এশিয়ার ছয়টি দেশ নিয়ে ব্যাপৃত


উল্লেখযোগ্য পর্বতশৃঙ্গ

১) এভারেস্ট
২) কে-টু
৩) কাঞ্চনজঙঘা
৪) লোৎসে
৫) মাকালু
৬) চো ওইয়ু
৭) ধবলগিরি
৮) মানাসলু
৯) নাংগা পর্বত



তথ্য সূত্র: হিমালয় পর্বতমালা, উইকিপিডিয়া