কাতারের রাজধানীর নাম দোহা। কাতারের সবচেয়ে জনবহুল শহর। কাতারের পূর্বে পারস্য সাগরের উপকূল ঘেঁষে দোহা অবস্থিত। ১৮২০ সালে আলবিদ্দা নামের এক শহরের উপশহর হিসেবে দোহা শহরটির প্রতিষ্ঠা হয়েছিল। কাতার ১৯৭১ সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভ করে। তারপর দোহা শহরটিকে রাজধানী হিসেবে ঘোষণা করা হয়।
দেশ: কাতার
আয়তন: ১৩২ বর্গকিমি বা ৫১ বর্গমাইল
জনসংখ্যা (2018): ২৩,৮২,০০০
তথ্য সূত্র: দোহা, উইকিপিডিয়া