জর্ডানের রাজধানী আম্মানের পরিচয়

পশ্চিম এশিয়ার রাষ্ট্র জর্দানের রাজধানীর নাম আম্মান। এই নগরটির আয়তন প্রায় ১,৬৮০ বর্গকিলোমিটার বা ৬৪৮.৭ বর্গমাইল। বহু হাজার বছর ধরেই এই নগরটিতে লোকালয় ছিল। নগরীটিকে অনেক শক্তি নিয়ন্ত্রণ করত। কিন্তু ১৩০০ খ্রিস্টাব্দের দিকে অজানা কোনও কারণে নগরীটি বিলুপ্ত হয়ে যায়। ১৮৭৮ সালে রাশিয়া থেকে কিছু ব্যক্তি পালিয়ে এসে নগরীটিতে একটি ছোট গ্রাম স্থাপন করে। জর্দান ১৯৪৬ সালে স্বাধীন হয়। তারপর থেকে আম্মান নগরীর ব্যাপক প্রবৃদ্ধি ঘটে।

দেশ: জর্দান
আয়তন: ১,৬৮০ বর্গকিমি বা ৬৫০ বর্গমাইল
জনসংখ্যা (2014): ৪০,০৭,৫২৬

তথ্য সূত্র: আম্মান, উইকিপিডিয়া