সাহারা মরুভূমির পরিচয়

সাহারা মরুভূমি অ্যান্টার্কটিকা ও আর্কটিকের পরে বিশ্বের তৃতীয় বৃহত্তম মরুভূমি। সাহারা মরুভূমি মিশর, মরক্কো, আলজেরিয়া, তিউনিসিয়া, লিবিয়া, চাদ, সুদান, নাইজার, মালি প্রভৃতি দেশ পর্যন্ত বিস্তৃত।



এই মরুভূমিতে ফসফেট, লোহা, তামা ইত্যাদি অনেক খনিজ দ্রব্য আছে। সাহারা মরুভূমির আলজেরিয়া ও লিবিয়া অংশে প্রচুর তেল ও প্রাকৃতিক গ্যাস পাওয়া গেছে। সাহারা মরুভূমিতে অত্যন্ত উষ্ণ ও শুষ্ক আবহাওয়া দেখা যায়। প্রতি বছর গড়ে ২০ সেমি-র বেশি বৃষ্টিপাত হয় না। দিনের বেলায় থাকে প্রচন্ড গরম আর রাতের বেলায় ধাকে প্রচন্ড ঠান্ডা(প্রায় ৪°সে.)। সাহারা মরুভূমির অধিবাসীর অধিকাংশই যাযাবর। তারা জলের সন্ধানে ঘুরে বেড়ায় আর ছাগল, ভেড়া, ও উট পালন করে । বার্লি, গম, খেজুর ইত্যাদি চাষ করে। সাহারার আবহাওয়া ১০,০০০ বছর আগে অপেক্ষাকৃত আর্দ্র ও শীতল ছিল। কিছু ছোট নদী ও হ্রদের অবস্থানের প্রমাণ পাওয়া যায়। কিছু অঞ্চলের পাহাড়ের গুহায় আদিম মানুষের বসবাসের চিহ্ন পাওয়া থেকে বোঝা যায় যে, এখান থেকে এক সময় সহজে পানির নাগাল পাওয়া যেত।

তথ্য সূত্র: সাহারা মরুভূমি, উইকিপিডিয়া