দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক

সার্ক (SAARC) দক্ষিণ এশিয়ার দেশগুলোকে নিয়ে গঠিত একটি আঞ্চলিক সহযোগিতা মূলক সংগঠন। ইংরেজী SAARC শব্দটির পূর্ণাঙ্গ রুপ হলো 'South Asian Association for Regional Cooperation' যার বাংলা অর্থ 'দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা' সংক্ষেপে SAARC (সার্ক)। দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে সহযোগিতামূলক সংস্থার ধারণাটি প্রথম আলোচনা করা হয়েছিল ১৯৪৭ সালে নয়াদিল্লিতে অনুষ্ঠিত এশীয় সম্পর্ক সম্মেলনে (Asian Relations Conference), এবং পরবর্তীতে পুনরায় ১৯৫০ সালে ফিলিপাইনের বাগুইও সম্মেলনে (Baguio Conference) ও ১৯৫৪ সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত কলম্বো শক্তি সম্মেলনে (Colombo Powers Conference)। কিন্তু এরপর সুদীর্ঘ সময় এ বিষয়ে দক্ষিণ এশিয়ার কোন দেশই আর কোন উদ্যোগ গ্রহণ করেনি। ১৯৭৭ সালে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান উদ্যোগী হয়ে পুনরায় আলোচনা ও তৎপরতা শরু করেন। তার জীবদ্দশায় সার্ক প্রতিষ্ঠা লাভ না করলেও তার ১৯৭৭ থেকে ১৯৮১ সালের তৎপতার সুত্র ধরে ১৯৮৫ সালে ঢাকায় SAARC (সার্ক) প্রতিষ্ঠা করা হয়। এবং সে বছরই ডিসেম্বারের ৭ ও ৮ তারিখে ঢাকায় প্রথম সার্ক সম্মেলন অনুষ্ঠিত হয়।

সার্ক লোগো


লক্ষ ও উদ্দেশ্য

পারস্পারিক সহযোগিতার মাধ্যমে সদস্য দেশগুলোর মধ্যে সম্পর্ক উন্নয়ন, আঞ্চলিক সমস্যাসমূহের সমাধানে পারস্পারিক ঐক্যতা বজায় রাখা, সদস্য দেশগুলোর মধ্যে ব্যবসা-বানিজ্যের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন সাধন ইত্যাদি।

সদস্য দেশ

বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভূটান, শ্রীলংকা ও মালদ্বীপ।

সদর দফতর: কাঠমান্ডু নেপাল।


তথ্য সুত্র: 

- দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা, উইকিপিডিয়া,