রিয়াদ হচ্ছে সৌদি আরবের রাজধানী এবং সবচেয়ে বড় শহর। আরব উপদ্বীপের মধ্যভাগের মালভূমি অঞ্চলে অবস্থিত।
দেশের মোট জনসংখ্যার ২০% মানুষ এখানে বসবাস করে। যুবক আব্দুল আজিজ ১৯০২ সালে রিয়াদের নিয়ন্ত্রণ গ্রহণ করেন। তারপর তিনি রিয়াদ কে লোহিত সাগর পর্যন্ত বিস্তৃত আরব উপদ্বীপের বিশাল অঞ্চলের ওপর ক্রমান্বয়ে আধিপত্য প্রতিষ্ঠার ভিত্তি হিসেবে ব্যবহার করেন। ১৯৩২ সালে রিয়াদ সৌদি আরবীয় রাজতন্ত্র হিসেবে প্রতিষ্ঠা পায়।আয়তন: ১৭৯৮ বর্গকিমি, ৬৯৪ বর্গমাইল
উচ্চতা: ৬১২ মিটার, ২,০০৮ ফুট
জনসংখ্যা:
আনুমানিক ২০২০: ৮,৯০০,০০০ জন
সময় অঞ্চল: আরবীয় মান সময় (ইউটিসি+৩)