একজন নতুন অতিথি

জঙ্গলে একজন নতুন অতিথি এসেছে শুনে বনে'র সব পশু পাখিরা খুব উত্তেজিত। তুমি কি ভেবে দেখেছো এটা কে হতে পারে?



একজন নতুন অতিথি
A New Visitor 

গল্পের লেভেল ২
লেখক: রমিয়া নবরত্নে 
চিত্রকর: রাঙ্গা মহারাচ্চি 
ইংরেজি অনুবাদ: ব্রায়ান কাভানাঘ
বাংলা অনুবাদ: Raoud.com


এত তাড়া কিসের? কেন তুমি জানো না? ঈগল তোমাকে কিছু বলেনি?
“Why the rush?” “Don’t you know why?” “Didn't the eagle tell you?”





আমাদের একজন নতুন অতিথি এসেছে !
“We have a visitor!”





তাড়াতাড়ি চলো আমরা তাকে দেখে আসি! সে কি আমাদের বন্ধু হবে?
“Let's run to see the visitor!” “Will the visitor be friends with us?”




আমাদের কি তাকে কোন উপহার দেয়া উচিৎ? চলো আগে দেখি সে কে!
“Should we give the visitor a gift?” “Let’s find out who it is first!”




সবার ভিতর ছোটাছুটি-হুটোপুটি লেগে গেল। চলো তাকে দেখতে আরো উপরে উঠি।
All the animals rush and push and knock each other down. “Let’s go higher to see the visitor.”




সব পশু-পাখি জড়ো হয়ে গেল জঙ্গলের মধ্যে।
All the animals gather in the middle of the jungle.





বানরগুলো নতুন অতিথির দিকে হাত দিয়ে দেখাতে লাগল। দেখো! দেখো!
The monkeys point at the new visitor. “Look! Look!”





নতুন অতিথির দিকে তাকিয়ে সবাই হা হা করে অট্টহাসিতে ফেটে পড়লো।
They all look at the new visitor and laugh loudly.





নতুন অতিথি মায়ের শরীরের সাথে জড়িয়ে দুধ পান করছে!
Cuddled up next to mother, the new visitor is drinking milk!




Presented by
 
Storyweaver     


Licensed with

  Creative Commons Attribution 4.0 International