কমনওয়েলথ কাকে বলে?

অতীতে ইংরেজ সাম্রাজ্যভুক্ত ছিল এমন স্বাধীন জাতিসমূহ নিয়ে গঠিত আন্তর্জাতিক সংস্থা কমনওয়েলথ বা কমনওয়েলথ অব নেশন্স। বর্তমানে দক্ষিণ এশিয়ার ৩টি দেশ বাংলাদেশ,
ভারত ও পাকিস্তান সহ এই সংস্থার সদস্য সংখ্যা সর্বমোট ৫৪। সদস্য দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর জন্য এই সংস্থা গঠিত হয়েছে। রুয়ান্ডা হচ্ছে সর্বশেষ সদস্য। এই সংস্থার নেতৃত্য দেয় ব্রিটেন।


সদর দপ্তর: মার্লবোরো হাউস , লন্ডন, যুক্তরাজ্য
আয়তন: ২,৯৯,৫৮,০৫০ বর্গকিলোমিটার, ১,১৫,৬৬,৮৭০ বর্গমাইল
সদস্যরাষ্ট্র: ৫৪টি দেশ
সরকারী ভাষা: ইংরেজি
ধরন: স্বেচ্ছাসেবী সংগঠন

কমনওয়েলথ-এর উদ্দেশ্য

  • আন্তর্জাতিক শান্তি ও শৃঙ্খলা রক্ষায় জাতিসংঘকে সহায়তা করা,
  • প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র ও ব্যক্তি স্বাধীনতা সুরক্ষা করা,
  • দারিদ্র, অজ্ঞতা ও রোগ-ব্যাধির বিরুদ্ধে লড়াই করা,
  • সাম্য প্রতিষ্ঠায় অনুসন্ধিৎসু হওয়া,
  • বর্ণবৈষম্যের বিরোধিতা করা,
  • অবাধ ও মুক্তবাণিজ্য ব্যবস্থা গড়ে তোলা,
  • লিঙ্গগত বৈষম্যের বিরুদ্ধে লড়াই করা,
  • টেকসই পরিবেশ সংরক্ষণ (১৯৮৯ সালের ঘোষণা),
  • মৌলিক গণতান্ত্রিক মূল্যবোধ এবং মানবাধিকারের বিকাশ,
  • ক্ষুদ্র ও দুর্বল রাষ্ট্রের প্রয়োজনসমূহের স্বীকৃতি,
  • সুশীল সমাজের ভূমিকাকে গুরুত্ব প্রদান,
  • পারস্পরিক শ্রদ্ধা ও সমঝোতা বৃদ্ধি। 

তথ্য সূত্র: কমনওয়েলথ অব নেশনস, উইকিপিডিয়া