আলোক বর্ষ কাকে বলে

আলো ১ সেকেন্ডে ১,৮৬,০০০ মাইল (৩,০০,০০০ কি:মি) গতিতে ১ মিনিটে, ১ দিনে, ১ মাসে ও ১ বছরে যতদুর পর্যন্ত যায় তত দুরত্বকে ১ আলোক বর্ষ বলা হয়। এভাবে ছুটে চলে আলো ১ হাজার বছরে যতদুরে পৌঁছায় তত দুর'কে ১০০০ (এক হাজার) আলোক বর্ষ এবং, ১,০০,০০০ (এক লক্ষ) বছরে যতদুরে পৌঁছায় তত দুর'কে ১,০০,০০০ (এক লক্ষ) আলোক বর্ষ বলা হয়।

মহাশূণ্যে আলোর বিচ্ছুরণ
মহাশূণ্যে আলোর বিচ্ছুরণ

এক আলোক বর্ষ : ৯.৫ ট্রিলিয়ন কিলোমিটার (৫.৯ ট্রিলিয়ন মাইল)
প্রতীক : ly (Light Years)
একক পদ্ধতি : জ্যোতির্বিদ্যা-একক



তথ্য সূত্র : আলোক বর্ষ, উইকিপিডিয়া