আলো ১ সেকেন্ডে ১,৮৬,০০০ মাইল (৩,০০,০০০ কি:মি) গতিতে ১ মিনিটে, ১ দিনে, ১ মাসে ও ১ বছরে যতদুর পর্যন্ত যায় তত দুরত্বকে ১ আলোক বর্ষ বলা হয়। এভাবে ছুটে চলে আলো ১ হাজার বছরে যতদুরে পৌঁছায় তত দুর'কে ১০০০ (এক হাজার) আলোক বর্ষ এবং, ১,০০,০০০ (এক লক্ষ) বছরে যতদুরে পৌঁছায় তত দুর'কে ১,০০,০০০ (এক লক্ষ) আলোক বর্ষ বলা হয়।
মহাশূণ্যে আলোর বিচ্ছুরণ |
এক আলোক বর্ষ : ৯.৫ ট্রিলিয়ন কিলোমিটার (৫.৯ ট্রিলিয়ন মাইল)
প্রতীক : ly (Light Years)
একক পদ্ধতি : জ্যোতির্বিদ্যা-একক