নেপালের সংক্ষিপ্ত পরিচয়

নেপাল দক্ষিণ এশিয়ার একটি দেশ। বিশ্বের সর্বোচ্চ ১০ টি পর্বতের মধ্যে ৮ টি পর্বতই নেপাল এবং চীনের সীমান্তে জুড়ে থাকা অঞ্চলে অবস্থিত। মাউন্ট এভারেস্ট বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এখানেই অবস্থিত। এই অঞ্চলটিতে ১০০০ খৃস্টপূর্বাব্দের দিকে স্বতন্ত্র রাজ্য ও কনফেডারেশন বিভিন্ন গোষ্ঠীর জন্য গড়ে উঠেছিল। তার মধ্যে সাকিয়া নামের একটি কনফেডারেশন ছিল।

 


গৌতম বুদ্ধ বা শুধু বুদ্ধ নামে পরিচিত সিদ্ধার্থ গৌতম তার একসময়কার রাজা (৫৬৩-৪৮৩ খৃস্টাপূর্বাব্দ) ছিলেন। এই অঞ্চলটি ২৫০ খৃস্টপূর্বাব্দে উত্তর ভারতের মৌর্য সম্রাজ্যের অধীনে আসে। তারপর ৪র্থ শতাব্দীতে এটি গুপ্ত নামের একটি সম্রাজ্যের অধীনে এসে পুতুল রাষ্ট্রে পরিণত হয়। লিচ্ছবি নামে পরিচিত এক শাসক দল পঞ্চম শতাব্দী শেষ হলে বেশ কিছুটা সময় শাসন করে। অষ্টম শতাব্দীতে লিচ্ছভি সাম্রাজ্যের পতন ঘটলে নেওয়ারি যুগের শুরু হয়। নেপালের দক্ষিণাংশ দক্ষিণ ভারতের চালুক্য সাম্রাজ্যের অধীনে এসেছিল একাদশ শতাব্দীর শেষ ভাগে। পরর্বতীতে কয়েক দশক ধরে যুদ্ধ করেছিল গোর্খারাজ পৃথ্বীনারায়ণ শাহ। যুদ্ধের পর গোর্খারাজ পৃথ্বীনারায়ণ শাহ কাঠমান্ডু উপত্যকা দখল করে। দখল করার পর গোর্খারাজ পৃথ্বীনারায়ণ শাহ নেপালকে ছোটবড় রাজ্যে বিভক্ত করে একটি রাষ্ট্রীয় সংহতি দান করেন। আজকের নেপালের প্রতিষ্ঠাতা গোর্খারাজ পৃথ্বীনারায়ণ শাহকেই বলা যায়।

এক নজরে নেপালের কিছু গুরুত্বপূর্ণ পরিসংখ্যান

সাংবিধানিক নাম: ফেডারেল ডেমোক্র্যাটিক রিপাবলিক অফ নেপাল
রাজধানী:
কাঠমান্ডু
সরকারি ভাষা: নেপালি
আয়তন: ১,৪৭,১৮১ বর্গকিলোমিটার, ৫৬,৮২৭ বর্গমাইল
জনসংখ্যা: জুলাই ২০১৮ আনুমানিক ২৮০৯৫৭১৪ জন
                  ২০০২ আদমশুমারি ২৩,১৫১,৪২৩ জন
মুদ্রা: রুপি

ভৌগলিক অবস্থান

পূর্বে: ভারত
পশ্চিমে: ভারত
উত্তরে: চীন
দক্ষিণে: চীন

আন্তর্জাতিক

সদস্য: সার্ক, জাতিসংঘ
আন্তর্জাতিক ডায়ালিং কোড : ৯৭৭
ইন্টারনেট টিএলডি: .np

তথ্য সুত্র: নেপাল, উইকিপিডিয়া