পৃথিবীর ছাদ কাকে বলা হয়?

একাধিক পাহাড়ের মধ্যবর্তী সমতল ভূমিকে মালভূমি বলা হয়। ভারত, পাকিস্তান, নেপাল ও চীন সীমান্তে অবস্থিত  প্রায় ২০০ মাইল দীর্ঘ পামির বা তিব্বতীয় মালভূমি পৃথিবীর সব থেকে উঁচু মালভূমি হওয়ায় একে পৃথিবীর ছাদ বলা হয়। সমুদ্রতল থেকে এর উচ্চতা ৪.৮ কিমি (৩ মাইল)। মালভূমিটিকে বেষ্ঠিত করে রাখা পর্বতশ্রেণীতে পৃথিবীর দুইটি সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট এবং কে ২ অবস্থিত।


তিব্বতীয় বা পামির মালভূমি হচ্ছে মধ্য এশিয়া ও পূর্ব এশিয়ার একটি বিশাল উচ্চভূমি। মালভূমিটি গঠিত হয়েছে তিব্বতের বেশিরভাগ স্বায়ত্বশাসিত অঞ্চলের এবং লাহল ও স্পিটি (হিমাচল প্রদেশ) এবং চীনের কিংহাইয়ের পাশাপাশি ভারতের লাদাখের (জম্মু ও কাশ্মীর) এলাকা নিয়ে। কখনও কখনও তৃতীয় মেরু হিসাবে তিব্বতীয় মালভূমিকে ধরা হয়।

দৈর্ঘ্য: ২,৫০০ কিলোমিটার (১,৬০০ মাইল)
প্রস্থ: ১,০০০ কিলোমিটার (৬২০ মাইল)
অঞ্চল: ২৫,০০,০০০ বর্গকিলোমিটার (৯,৭০,০০০ বর্গমাইল)
অবস্থান: গণচীন (তিব্বত, ছিংহাই), Western Sichuan, Northern Yunnan), ভারত (লাদাখ, লাহল ও স্পিটি), পাকিস্তান (Gilgit Baltistan), নেপাল উত্তরাঞ্চল

তথ্য সূত্র: তিব্বতীয় মালভূমি, উইকিপিডিয়া