পূর্ব ইউরোপের দেশ রাশিয়া। এটি বিশ্বের বৃহত্তম দেশ। পূর্ব স্লাভদের মাধ্যমে ৩য় ও ৮ম খ্রিষ্টাব্দের মধ্যবর্তী সময়ে দেশটির ইতিহাস শুরু হয়।
পরবর্তীতে দেশটি ভারাঞ্জিয়ান যোদ্ধা এবং তাদের বংশধরদের মাধ্যমে শাসিত হয় আর নবম শতকে উত্থান শুরু হয়। অনেকগুলো ছোট ছোট অঞ্চলে দেশটি ভাগ হয়েগিয়েছিল। তরে মোঙ্গলদের আক্রমণের ফলে বেশিরভাগ জমি পদদলিত হয় যায় ও যাযবরদের স্বর্গে পরিণত হয়। শেষ পর্যন্ত পার্শ্ববর্তী রুশ অঞ্চলে আধিপত্য বিস্তার করে মস্কোর গ্র্যান্ড ডিউক যাযাবরদের কাছ থেকে পূর্ণ স্বাধীনতা অর্জন করেন।
এক নজরে রাশিয়ার কিছু গুরুত্বপূর্ণ পরিসংখ্যান
সরকারি নাম: রুশ ফেডারেশন
রাজধানী: মস্কো
সরকারি ভাষা: রুশ
আয়তন: ১,৭০,৯৮,২৪২ বর্গকিলোমিটার, ৬৬,০১,৬৬৮ বর্গমাইল
জনসংখ্যা: ২০১৫ আনুমানিক ১৪,৩৯,৭৫,৯২৩ জন
মুদ্রা: রুশ রুবল
আন্তর্জাতিক
সদস্য: জাতিসংঘ
আন্তর্জাতিক ডায়ালিং কোড : +৭
ইন্টারনেট টিএলডি: .ru, .su, .рф
তথ্য সুত্র: রাশিয়া, উইকিপিডিয়া