চীনের সংক্ষিপ্ত পরিচয়

পূর্ব এশিয়ার একটি স্বাধীন চীন রাষ্ট্র। ইউরোপীয় শক্তিগুলি পূর্ব এশিয়ায় আসার পর এই রাষ্ট্রের রাজনৈতিক শক্তি বিপদাপন্ন হয়ে পড়ে। চীনের শেষ রাজবংশ ছিল কিং রাজবংশ।


এই রাজবংশ ১৯শ শতকে দেশের ভিতর বিপ্লব আর বিদেশী হস্তক্ষেপের ফলে দুর্বল যায়। শেষ পর্যন্ত চীনা জাতীয়তাবাদীরা ১৯১১ সালে এই রাজতন্ত্রের পতন ঘটাতে সক্ষম হয়। চীনের কমিউনিস্ট পার্টি ১৯৪৯ সালে গৃহযুদ্ধে জয়লাভ করে। আর গণপ্রজাতন্ত্রী চীন নামে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করে।

এক নজরে চীনের কিছু গুরুত্বপূর্ণ পরিসংখ্যান

সাংবিধানিক নাম: গণপ্রজাতন্ত্রী চীন
রাজধানী: বেইজিং
সরকারি ভাষা: সরল চীনা
আয়তন: ৯৫,৯৬,৯৬১ বর্গকিলোমিটার, ৩৭,০৫,৪০৭ বর্গমাইল
জনসংখ্যা: ২০১৫ আনুমানিক ১,৩৭৬,০৪৯,০০০ জন
মুদ্রা: রেন্মিন্বি বা Chinese yuan

ভৌগলিক অবস্থান

পূর্বে: চীন সাগর
পশ্চিমে: আফগানিস্তান, তাজিকিস্তান, কির্গিজিস্তান ও কাজাকিস্তান
উত্তরে: মঙ্গোলিয়া
দক্ষিণে: ভিয়েতনাম, লাওস, মায়ানমার, ভারত, ভূটান, নেপাল

আন্তর্জাতিক

সদস্য: জাতিসংঘ
আন্তর্জাতিক ডায়ালিং কোড : +86
ইন্টারনেট টিএলডি: .cn

তথ্য সুত্র: চীন, উইকিপিডিয়া