বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের কিশোরগঞ্জ, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ, কুমিল্লা, মুন্সীগঞ্জ, চাঁদপুর এবং লক্ষ্মীপুর জেলার একটি নদী মেঘনা নদী বা মেঘনা আপার নদী। আসামের লুসাই পাহাড়ে মেঘনা নদীর উৎপত্তিস্থল। সেখানে মেঘনা নদীর নাম বরাক নদী। আসামের শেরপুরের কাছে মেঘনা নদী সুরমা ও কুশিয়ারা নামের দুটি শাখায় ভাগ হয়ে যায়। তারপর এই দুই নদী সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার সীমান্তে মারকুলীতে মিলিত হয়ে কালনি নাম ধারণ করে। তারপর ভৈরব বাজারের কাছে পুরাতন ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করেছে।
দৈর্ঘ্য: ১৫৬ কিলোমিটার, ৯৭ মাইল
উৎস: বরাক নদী
মেঘনা নদীর কিছু চিত্র
তথ্য সূত্র: মেঘনা নদী, উইকিপিডিয়া