সিনাই পর্বত কোথায় অবস্থিত

মিশরের একটি ধর্মীয় গুরুত্ববহ পর্বত সিনাই। সিনাই পর্বত মিশরের সিনাই উপদ্বীপের সেন্ট ক্যাথেরিন শহরে আবস্থিত। সিনাই পর্বত বেদুইনদের কাছে মুসা পর্বত, হোরেব পর্বত, গাবাল মুসা তথা জাবাল মুসা (মুসার পর্বত) হিসেবেও পরিচিত। কোরআন শরীফের সূরা ত্বীনে সিনাই পর্বতের কথা বলা হয়েছে।






উচ্চতা: ২,২৮৫ মিটার বা ৭,৪৯৭ ফুট
অবস্থান: সেন্ট ক্যাথেরিন শহর, সিনাই উপদ্বীপ, মিশর

তথ্য সূত্র: সিনাই পর্বত, উইকিপিডিয়া