আফ্রিকা মহাদেশের একটি নদ হচ্ছে নীলনদ। বিশ্বের দীর্ঘতম নদ। এই নদের দুইটি উপনদ রয়েছে, নীলাভ নীল নদ ও শ্বেত নীল নদ। শ্বেত নীল নদ হচ্ছে দীর্ঘতর। আফ্রিকার মধ্যভাগের হ্রদ অঞ্চল থেকে শ্বেত নীল নদ উৎপন্ন হয়েছে। এই নদের সর্বদক্ষিণের উৎস হল দক্ষিণ রুয়ান্ডাতে।
উত্তর
দিকে লেক ভিক্টোরিয়া, উগান্ডা, তাঞ্জানিয়া ও দক্ষিণ সুদানের মধ্য দিয়ে
প্রবাহিত হয়েছে। ইথিওপিয়ার তানা হ্রদ থেকে নীলাভ নীল নদ উৎপন্ন হয়ে
পূর্ব দিকে প্রবাহিত হয়ে সুদানে প্রবেশ করেছে। সুদানের রাজধানী খার্তুমের
নিকটে দুইটি উপনদী মিলিত হয়েছে। নীলের উত্তরাংশ সুদান থেকে শুরু হয়ে
মিশরের মধ্যে প্রবাহিত হয়েছে। প্রাচীন কাল থেকেই মিশরের সভ্যতা নীলের উপর
নির্ভরশীল। প্রাচীন মিশরের প্রায় সমস্ত সাংস্কৃতিক এবং ঐতিহাসিক
গুরুত্বপূর্ণ স্থাপনাও এর তীরেই অবস্থিত। বিশাল ব-দ্বীপ সৃষ্টি করে নীলনদ
ভূমধ্যসাগরে গিয়ে মিশেছে।
দেশসমূহ: ইথিওপিয়া, সুদান, মিশর, উগান্ডা, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, কেনিয়া, তানজানিয়া, রুয়ান্ডা, বুরুন্ডি, দক্ষিণ সুদান, ইরিত্রিয়া
নগরসমূহ: জিনজা, জুবা, খার্তুম, কায়রো
অবস্থান: ভূমধ্যসাগর, মিশর
দৈর্ঘ্য: ৬,৮৫৩ কিলোমিটার বা ৪,২৫৮ মাইল
প্রস্থ: ২.৮ কিলোমিটার বা ২ মাইল
তথ্য সূত্র: নীলনদ, উইকিপিডিয়া