বুর্জ খলিফার পরিচয়

বর্তমানে বুর্জ খলিফা বিশ্বের উচ্চতম ভবন যা ৪ঠা জানুয়ারী ২০১০ তারিখে উদ্বোধন করা হয়েছে। আরব আমিরাতের দুবাই শহরে অবস্থিত। বুর্জ খলিফা "দুবাই টাওয়ার" নামেও পরিচিত। ২০০৪ খ্রিস্টাব্দে "বুর্জ খলিফার" নির্মাণ কাজ শুরু হয় ও কাজ শেষ হয় ২০০৯ খ্রিস্টাব্দে। টাওয়ারটি তৈরি করতে প্রায় ১.৫ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় হয়েছে। এই ভবনে বাসা (এপার্টমেন্ট) আছে ১,০৪৪টি,  ৪৩তম এবং ৭৬তম তলায় আছে দুটি সুইমিং পুল। ১৬০ কক্ষবিশিষ্ট একটি হোটেল রয়েছে। দর্শকদের জন্য ১২৪তম তলায় প্রকৃতি দর্শনের ব্যবস্থা করা হয়েছে। এই ভবনে সংস্থাপিত কিছু লিফটের গতিবেগ ঘণ্টায় ৪০ মাইল।

অবস্থান: দুবাই, সংযুক্ত আরব আমিরাত
উচ্চতা: ৮২৮ মিটার বা ২,৭১৭ ফু
ছাদের উচ্চতা: ৮২৮ মি বা ২,৭১৭ ফু

তথ্য সূত্র: বুর্জ খলিফা, উইকিপিডিয়া