বারমুডা ট্রায়াঙ্গেল এর পরিচয়

আটলান্টিক মহাসাগরের একটি বিশেষ অঞ্চল বারমুডা ট্রায়াঙ্গেল। এটি শয়তানের ত্রিভুজ নামেও পরিচিত। অতীতে বেশ কিছু জাহাজ ও উড়োজাহাজ রহস্যজনকভাবে হারিয়ে যায়। অনেকে বলেন যে, প্রাকৃতিক দুর্যোগ অথবা চালকের অসাবধানতার কারণে এগুলো হয়। আবার চলতি উপকথায় জানা যায় যে, এসবের পেছনে দায়ী হল অতিপ্রাকৃতিক কোন শক্তি বা বহির্জাগতিক প্রাণের উপস্থিতি। যেসব লেখক বারমুডা ট্রায়াঙ্গেলকে নিয়ে লিখেছেন তাদের মতে সর্বপ্রথম ক্রিস্টোফার কলম্বাস এই ত্রিভুজ বিষয়ে অদ্ভুত অভিজ্ঞতার কথা লিখেন যে, তার জাহাজের নাবিকেরা এ অঞ্চলের দিগন্তে আলোর নাচানাচি, আকাশে ধোঁয়া দেখেছেন। এছাড়াও এখানে কম্পাসের উল্টাপাল্টা দিক নির্দেশনার কথাও বর্ণনা করেছেন।

পশ্চিম আটলান্টিক অঞ্চলের ছবি, যেখানে দেখানো হয়েছে কথিত বারমুডা ট্রায়াঙ্গেলের অবস্থান