পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর হচ্ছে আটলান্টিক মহাসাগর বা অতলান্ত মহাসাগর। আয়তন প্রায় ১০৬.৪ মিলিয়ন বর্গকিলোমিটার (৪১.১ মিলিয়ন বর্গমাইল); এটি প্রায় পৃথিবীর এক পঞ্চমাংশ এলাকা জুড়ে অবস্থিত। এই মহাসাগরের পশ্চিম দিকে উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশ এবং পূর্ব দিকে ইউরোপ ও আফ্রিকা মহাদেশ অবস্থিত। উত্তরে উত্তর মহাসাগর এবং দক্ষিণে দক্ষিণ মহাসাগর।
গড় গভীরতা: ৩,৬৪৬ মিটার বা ১১,৯৬২ ফুট
পানির আয়তন: ৩১,০৪,১০,৯০০ কিমি বা ৭,৪৪,৭১,৫০০ মা
তথ্য সূত্র: আটলান্টিক মহাসাগর, উইকিপিডিয়া