দক্ষিণ পশ্চিম এশিয়ায় পারস্য উপসাগর অবস্থিত। ওমান উপসাগরের একটি বর্ধিত অংশ। বর্তমান সময়ে ইরান (পূর্বেকার পারস্য)ও আরব উপদ্বীপের মধ্যে অবস্থান করছে। প্রবাল রীফ্ এর ঐশ্বর্যের জন্য বা মৎস চারণক্ষেত্র হিসেবে পারস্য উপসাগর যেমন বিখ্যাত তেমনি অবারিত মুক্তা সমৃদ্ধ ঝিনুকে খৃদ্ধ।
তথ্য সূত্র: পারস্য উপসাগর, উইকিপিডিয়া