মালয়েশিয়ার রাজধানী এবং বৃহত্তম শহর হচ্ছে কুয়ালালামপুর। মালয়েশিয়ার সাংস্কৃতিক, আর্থিক ও অর্থনৈতিক কেন্দ্র হচ্ছে কুয়ালালামপুর। এই শহরটি একসময় ফেডারেল সরকারের নির্বাহী ও বিচার বিভাগীয় শাখার সদর দপ্তর ছিল। কিন্তু ১৯৯৯ সালের শুরুর দিকে পুত্রজায়ায় স্থানান্তরিত করা হয়েছে।
মালয়েশিয়ার তিনটি ফেডারেল অঞ্চলগুলির মধ্যে কুয়ালালামপুর একটি,
যা মালয়েশিয়ার উপদ্বীপীয় এর মধ্যে পশ্চিম উপকূলে সেলেঙ্গর রাজ্যের
অন্তর্ভুক্ত। ১৯৯৮ সালে কমনওয়েলথ গেমস এবং ২০১৭ সালে দক্ষিণ-পূর্ব এশিয়ান
গেমস সহ অনেকগুলো আন্তর্জাতিক ক্রীড়া, সাংস্কৃতিক এবং রাজনৈতিক
অনুষ্ঠানের আয়োজন হয়েছিল এই শহরে। সাম্প্রতিক দশকে কুয়ালালামপুর দ্রুত
বিকাশ লাভ করেছে। আর পেট্রোনাস টাওয়ার্স বিশ্বের দুটি উচ্চতম বিল্ডিংয়ের
বাড়ি তখন থেকে মালয়েশিয়ার উন্নয়নের প্রতীক হয়ে উঠেছে।
দেশ: মালয়েশিয়া
আয়তন: ২৪৩ বর্গকিমি বা ৯৪ বর্গমাইল
উচ্চতা: ৬৬ মিটার বা ২১৭ ফুট
জনসংখ্যা (২০১৮ আনু): ১৭,৯০,০০০
তথ্য সূত্র: কুয়ালালামপুর, উইকিপিডিয়া