সুদানের রাজধানী খার্তুমের পরিচয়

সুদানের রাজধানী এবং দেশের দ্বিতীয় বৃহত্তম শহর হচ্ছে খার্তুম। এটি সাদা নদের নিকট, নীল নদ এবং ভিক্টোরিয়া হ্রদ এর পূর্বে ও ইথিওপিয়ার দক্ষিণে অবস্থিত। নীল নদের দুই পাড়ের এলাকা নিয়ে খার্তুম শহরটি গড়ে উঠেছে। যেখানে দুই নদ মিলিত হয় সেখানে শহরটি অবস্থিত। "আল মরগান"  নামেও জায়গাটি পরিচিত।

মসজিদ আলহাজা সৌদ

খার্তুমে সূর্যাস্ত

রাতের বেলায় খার্তুম

দেশ: সুদান
জনসংখ্যা (২০১৪): ৫১,৮৫,০০০

তথ্য সূত্র: খার্তুম, উইকিপিডিয়া