সুদানের রাজধানী এবং দেশের দ্বিতীয় বৃহত্তম শহর হচ্ছে খার্তুম। এটি সাদা নদের নিকট, নীল নদ এবং ভিক্টোরিয়া হ্রদ এর পূর্বে ও ইথিওপিয়ার দক্ষিণে অবস্থিত। নীল নদের দুই পাড়ের এলাকা নিয়ে খার্তুম শহরটি গড়ে উঠেছে। যেখানে দুই নদ মিলিত হয় সেখানে শহরটি অবস্থিত। "আল মরগান" নামেও জায়গাটি পরিচিত।
মসজিদ আলহাজা সৌদ |
খার্তুমে সূর্যাস্ত |
রাতের বেলায় খার্তুম |
দেশ: সুদান
জনসংখ্যা (২০১৪): ৫১,৮৫,০০০
তথ্য সূত্র: খার্তুম, উইকিপিডিয়া