লাইট হাউজ কি?

আলেকজান্দ্রিয়ার বাতিঘর

সমুদ্রের জাহাজের নাবিককে দিক নির্দেশনা দেয়ার জন্য এক ধরনের সুউচ্চ মিনার আকৃতির দালান লাইট হাউজ বা বাতিঘর থেকে বিশেষ ব্যবস্থায় আলো ফেলা হয় এবং সমুদ্রের অগভীর অঞ্চল সম্পর্কে নাবিককে সতর্ক করতে বাতিঘর ব্যবহার করা হয়। অগভীর সৈকত আর প্রবাল সৈকত চিহ্নিত করতে প্রাচীন কালে মানুষ পাহাড়ের উপরে আগুনের কুন্ডুলি প্রদর্শন করত। পরে একসময় দূর সমুদ্রের নাবিককে কাঠ জ্বালিয়ে সতর্ক করা হত। তারপর ধীরে ধীরে মানুষ বাতিঘর তৈরি করে।


বিখ্যাত কিছু বাতিঘর

বিখ্যাত কিছু বাতিঘের নাম উল্লেখ্য করা হলো:
  • টুরলিটিস বাতিঘর, গ্রীস
  • পোর্টল্যান্ড হেড লাইট, যুক্তরাষ্ট্র
  • টাওয়ার অব হারকিউলিস, স্পেন
  • পিজিয়ন পয়েন্ট বাতিঘর, যুক্তরাষ্ট্র
  • হুকহেড বাতিঘর, আয়ারল্যান্ড
  • গিবস হিল বাতিঘর, বারমুডা
  • আলেকজান্দ্রিয়ার বাতিঘর

বাংলাদেশের বাতিঘর

বাংলাদেশে মোট ৬ টি বাতিঘর রয়েছে। তার মধ্যে সবচেয়ে প্রাচীন হচ্ছে কুতুবদিয়া যা একমাত্র দ্বীপ বাতিঘর।

১.কুতুবদিয়া বাতিঘর
২.সেন্টমার্টিন বাতিঘর
৩.কক্সবাজার বাতিঘর
৪.নরম্যানস পয়েন্ট বাতিঘর
৫.পতেঙ্গা বাতিঘর
৬.হিরোন পয়েন্ট বাতিঘর

তথ্য সূত্র: বাতিঘর, উইকিপিডিয়া