কস্তুরী কি?

 


পুরুষ হরিণের পেটে অবস্থিত সুগন্ধী গ্রন্থি নিঃসৃত সুগন্ধীর নাম কস্তুরী। সুগন্ধটি মিলন ঋতুতে ঋতুর শেষে তা হরিণের দেহ থেকে খসে পরে যায় ৷ ঋতুর শেষে তা হরিণের দেহ থেকে খসে পরে যায় ৷পুরুষ হরিণের পেটের কাছের কস্তুরী গ্রন্থি থেকে বের হয় যা মেয়ে হরিণকে আকৃষ্ট করে ৷ ঋতু শেষ হলে তা হরিণের দেহ থেকে খসে পরে যায় ৷ তারপর সেটি সংগ্রহ করে রোদে শুকিয়ে কস্তুরী তৈরি করা হয় ৷ একটি পূর্ণাঙ্গ কস্তুরী গ্রন্থির ওজন প্রায় ৬০-৬৫ গ্রাম। এটি একটি বিশেষ ধরনের প্রাণিজ সুগন্ধি। এই কস্তুরী হরিণের নাভি থেকে পাওয়া যায়, যা মহামূল্যবান সুগন্ধি হিসেবে পরিচিত।

তথ্য সূত্র: কস্তুরী, উইকিপিডিয়া