বেলারুশ দেশের পরিচয়

বেলারুশের সরকারী নাম বেলারুশ প্রজাতন্ত্র। উত্তরে ও পূর্বে রাশিয়া, দক্ষিণে ইউক্রেন, পশ্চিমে পোল্যান্ড, এবং উত্তর-পশ্চিমে বাল্টিক প্রজাতন্ত্র লিথুয়ানিয়া ও লাটভিয়া। মধ্যযুগ থেকে পোল্যান্ডের ডিউক রাজত্ব, লিথুয়ানিয়ার ডিউক রাজত্ব, এবং পোলীয়-লিথুয়ানীয় কমনওয়েলথ এর শাসনের অধীনে বেলারুশ দেশটি ছিল। বেলারুশে মধ্য-১৯শ শতকে জাতীয়তাবাদী ও সাংস্কৃতিক জাগরণ ঘটে। বেলোরুশীয় সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে বেলারুশ রাষ্ট্র ১৯১৯ সালে প্রতিষ্ঠিত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে দেশটির প্রভূত ক্ষয়ক্ষতি হয়। যুদ্ধ শেষ হওয়ার পরের বছরগুলিতে বেলারুশ ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠে। বেলারুশের আইনসভা দেশটির সার্বভৌমত্ব ১৯৯১ সালের ২৭শে জুলাই ঘোষণা করেন। দেশটি আগস্ট মাসে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি পায় এবং এর মাধ্যমে ডিসেম্বরে সোভিয়েত ইউনিয়নের পতনে ভূমিকা রাখে।


রাজধানী: মিন্‌স্ক
সরকারি ভাষা: বেলারুশীয় রুশ
আয়তন: ২,০৭,৫৯৫ কিমি(৮০,১৫৩ মা)
জনসংখ্যা২০১৬ আনুমানিক: 9,498,700
মুদ্রা: New Belarusian ruble
সময় অঞ্চল: ইউটিসি+৩
গাড়ী চালনার দিক: ডান
কলিং কোড: +৩৭৫
ইন্টারনেট টিএলডি: .by

তথ্য সূত্র: বেলারুশ, উইকিপিডিয়া