মোবাইল ব্যালান্স চেক করবেন কিভাবে


বাংলাদেশের মোবাইল অপারেটর মোট ৫টি। যথা:

গ্রামীণফোন, রবি, বাংলালিংক, এয়ারটেল, টেলিটক।

গ্রামীণফোন

গ্রামীণফোনের মোবাইল ব্যালান্স চেক কোড হচ্ছে *566#

গ্রামীণফোন ইন্টারনেট ব্যালান্স চেক করার জন্য ডায়াল করতে হবে *121*1*4# তারপর ফোনে একটি SMS দেয়া হবে।

রবি

রবির মোবাইল ব্যালান্স চেক কোড হচ্ছে *222#

রবির ইন্টারনেট ব্যালান্স চেক করার জন্য ডায়াল করতে হবে *8444*88#

বাংলালিংক

বাংলালিংকের মোবাইল ব্যালান্স চেক কোড হচ্ছে *124#

বাংলালিংকের ইন্টারনেট ব্যালান্স চেক করার জন্য ডায়াল করতে হবে *124*5# বা *222*3#

এয়ারটেল

এয়ারটেলের মোবাইল ব্যালান্স চেক কোড হচ্ছে *৭৭৮#

এয়ারটেলের ইন্টারনেট ব্যালান্স চেক করার জন্য ডায়াল করতে হবে *৩#

টেলিটক

টেলিটক মোবাইল ব্যালান্স চেক কোড হচ্ছে *১৫২# শুধুমাত্র এই নির্দিষ্ট USSD কোডের মাধ্যমেই টেলিটক ইন্টারনেট ব্যালান্স চেক করা যায়।