দুই সমুদ্রের মিলনস্থল

আটলান্টিক মহাসাগর ও রোম সাগরের মিলনস্থলে পানি মিলিত হয় না। এক দিকের পানি নোনা ও আরেক দিকের পানি মিষ্টি। ভূমধ্যসাগর এবং আটলান্টিক মহাসাগর যেখানে মিলিত হয় সেখানেও দিকের পানি সম্পূর্ণ আলাদা। বিজ্ঞানীরা এই বিষয়টা নিয়ে অনেক গবেষনা করেছে। ফ্রান্সের বিজ্ঞানী জাক ভি. কোষ্টা সমুদ্রের ভিতর পানি রিসার্চ বিষয়ে প্রসিদ্ধ তিনি বুঝতে পেরেছিলেন যে, আটলান্টিক মহাসাগর ও রোম সাগর একটি অন্যটির চেয়ে রাসায়নিক মিশ্রনের গুনাবলী ও মাত্রার দিক থেকে আলাদা। এটি প্রমাণ করার জন্য তিনি জিব্রাল্টার প্রণালী যেখানে ভূমধ্যসাগর এবং আটলান্টিক মহাসাগর মিলিত হয়েছে সেখানে মিলন কেন্দ্রের কাছাকাছি সমুদ্রের তলদেশে গবেষণা চালালেন, তারপর তিনি তথ্য পেলেন যে, জিব্রাল্টারের উত্তর তীর [মারুকেশ] আর দক্ষিণ তীর [স্পেন] থেকে আশাতীতভাবে একটি মিষ্টি পানির ঝর্ণা উথলে উঠে। এই বড় ঝর্ণাটি ৪৫ সূক্ষ্ম কোনে দুই সমুদ্রের মধ্য দিয়ে দ্রুত গতিতে অগ্রসর হয়ে চিরুনির দাঁতের আকৃতি ধারণ করে বাঁধ হিসেবে কাজ করে। এই কারণেই দুই সমুদ্র একত্রে মিলিত হতে পারে না।