স্থানীয় বাসিন্দাদের মধ্যে প্রচলিত রূপকথায় আছে, এ এলাকায় একসময় অসংখ্য বানর বাস করত। বানরগুলো শহরের প্রবেশমুখে ছড়ার পাড়ে পাহাড়ে নিয়মিত লবণ খেতে আসত। এক সময় অতি বৃষ্টির জন্যে ছড়ার পানি বৃদ্ধি পেলে বানরের দল ছড়া পাড় হয়ে পাহাড়ে যেতে না পারায় একে অপরকে ধরে ধরে সারিবদ্ধভাবে ছড়া পাড় হয়।
বানরগুলোর ছড়া পার হওয়ার এই দৃশ্য দেখে স্থানীয় অধিবাসীগণের নিকট জায়গাটি ম্যাঅকছি ছড়া নামে পরিচিতি লাভ করে। মারমা ভাষায় ম্যাঅক অর্থ বানর আর ছি অর্থ বাঁধ। সময়ের বিবর্তনে বাংলা ভাষার সাধারণ উচ্চারণে এই এলাকার নাম বান্দরবান হিসাবে রুপ লাভ করে।
বাংলাদেশের সর্বোচ্চ পর্বত চূড়াগুলো বান্দনবান জেলায় অবস্থিত। যেগুলোর মধ্যে, নীলগিরি, কেওক্রাডং, সাফা হাকং বিশেষভাবে উল্লেখযোগ্য।
![]() |
বান্দবানের সবুজ প্রকৃতি |