খুব গরমের জন্য মধ্যরাতে এক গরিবের বাড়ির দরজা খোলা। ওখানে এক বুড়ো ও তার এক নাতি বাস করে।
ওই সময় এক চোর দরজা খোলা আছে এটা সে দেখতে পেলো।সে ভাবলো, সেখানে চুরি করলে ভালো হয়। কিন্তু, সেই বাড়িতে কিছুই নাই। শুধু এক বিছানা ও এক কম্বল ছাড়া। চোরটা ঢুকলো,অনেক জায়গায় খুঁজল। কিন্তু সে নাওয়ার মতো কিছুই পেলো না। এজন্য সে রেগে এতো জোরে শব্দ করলো যে, বুড়ো ও তার নাতি ঘুমিয়ে ছিল,সে ঘুম ভেঙ্গে গেল। তখন বুড়ো বুঝতে পারলো যে, তার বাড়িতে চোর ঢুকেছে। বুড়োর বাড়ির ভিতরের ঘরের এক কোণে বোল্লার চাক ছিল। বুড়োর মাথায় এক বুদ্ধি এলো।সে তার নাতিকে বলল,ওরে আমার আদরের নাতি আমাদের বাড়িতে এক চোর ঢুকেছে। কিন্তু তুমি ভুলেও ও চোরটা কে বলো না যে, আমাদের ঘরের কোণে এক ব্যাগের ভেতর সোনা দানা আছে।এ কথা চোর শুনে ফেলে। তখন সে বাইরে থেকে একটা মই নিয়ে এলো।
যেমনি সে বোল্লার চাকে হাত দিলো, অমনি এক দল বোল্লা এসে তার মুখে কামড়ালো। সেই কামড়ে চোর মারা গেল।
"লোভে পাপ,পাপে মৃত্যু"