মারিয়া গেছে তার বাপের বাড়ি ব্যাটা কে নিয়া। দুপুর যখন হলো, মারিয়া তার ব্যাটা কে ভাত আনতে পাঠালো।
ভাত আনতে অনেক দেরি করছে সে,এজন্য মারিয়া বললো, ট্যাবলেট নিয়াই তাড়াতাড়ি এতো দেরি করছিস কেন। তখন মারিয়ার ভাবি বললো,এই মারিয়া এখানে পোলাও খেতে এসেছো? না ট্যাবলেট খেতে এসেছো?
মারিয়া বললো,ভাবি আমার ব্যাটার নামই ট্যাবলেট।
তার ভাবি বললো,দুনিয়া তে এতো নাম থাকতেও, তুমি নাম পাওনি যে, ট্যাবলেট রেখেছো।
মারিয়া বললো, দুনিয়া তে এতো নাম আছে এটি আমি জানি, এজন্যই আমি দোকানের পর দোকান খুঁজেছি কিন্তু আমি কোনো নাম পায়েনি। এজন্যই আমি ট্যাবলেট রেখেছি।