মালদ্বীপ বা মালদ্বীপ প্রজাতন্ত্র ভারত মহাসাগরের একটি দ্বীপ রাষ্ট্র। এই দেশটি সার্কের সদস্য। অপরূপ সৌন্দর্যে ভরা বিশ্বের একটি দেশ। দ্বাদশ শতক থেকে মালদ্বীপে মুসলিম শাসন হচ্ছে। ১৩৪৩ খ্রিষ্টাব্দে ইবনে বতুতা মালদ্বীপে গিয়েছিলেন। সংস্কৃতিতে মালদ্বীপ কে লক্ষদ্বীপ বলা হয়। প্রাচীন শ্রীলঙ্কার একটি ঐতিহাসিক গ্রন্থে মালদ্বীপকে মহিলা দ্বীপ হিসাবে উল্লেখ করা হয়েছে । ১৮১৫ সালে ব্রিটিশরা মালদ্বীপ পদানত করে । সালতানাত এর ১৯৫৩ সালে অবসান হয়। মালদ্বীপ ১৯৬৫ সালের ২৬ জুলাই ব্রিটিশদের কাছ থেকে পূর্ন স্বাধীনতা লাভ করে।
এক নজরে মালদ্বীপের কিছু গুরুত্বপূর্ণ পরিসংখ্যান
সাংবিধানিক নাম: মালদ্বীপ প্রজাতন্ত্র
রাজধানী: মালে
মোট আয়তন:
মোট জনসংখ্যা: ৩৪১,৩৫৬
রাষ্ট্র ভাষা: ধিবেহী
মুদ্রার নাম: মালদ্বীপীয় রুফিয়া
ভৌগলিক অবস্থান
শ্রীলংকার দক্ষিণ পশ্চিমে অবস্থিত
অঞ্চল ভিত্তিক পরিসংখ্যান
বিভাগ:
জেলা:
উপজেলা:
ধর্মীয় জনগোষ্ঠী
মুসলমান:
খ্রিস্টান:
হিন্দু:
বৌদ্ধ:
অন্যান্য: .
আন্তর্জাতিক
সদস্য: সার্ক, ওআইসি, জাতিসংঘ
আন্তর্জাতিক ডায়ালিং কোড : +৯৬০
আন্তর্জাতিক সময় অঞ্চল UTC / GMT: +৫
CCTLD (country code top level domain): .mv