অনেক কাল আগে। একটি শহর ছিল। খুবই শান্তিপূর্ণ। হঠাৎ
একদিন সেখানে চোর-বাটপার বেড়ে গেলো। কিছুতেই কমানো যায় না। শাস্তি দিয়েও কিছু হয় না। একবার ধরা পড়ছে তো, শাস্তি দেয়ার পর আবারও চুরি করছে।একদিন এক চোর ধরা পরলো, আদালতে প্রমাণও হলো।এখন শাস্তির পালা। কিন্ত শাস্তি দিয়ে কি হবে, কিছুই হবে না।তখন এক লোক বলল,চোরটার হাত কেটে নাও।তখন বলা হলো, হাত কেটে তো কিছুই হবে না। লোকটা বলল, একবার হাত কেটে দেখো কিভাবে চোর কমে আর এই খবর সবাই কে জানিয়ে দিতে হবে। তখন তার হাত কাটা হলো এবং সবাইকে জানিয়ে দেওয়া হলো। কিছুদিন পর এক চোর আরেক চোর কে বলছে,চল, চুরি করে আসি।ওই চোর বলল,না ভাই না,দেখলি না ওই চোরের কিভাবে হাত কাটা হলো। আমার ভয় হচ্ছে।
আরে কিছু হবে না চল তো,বলল প্রথম চোর। অবশেষে গেলো চুরি করতে।আর ধরাও পড়লো এবং হাতও কাটা হলো। এরকমভাবে অনেক চোর ধরা পড়েছে এবং তাদের হাত গেছে।তারপর অনেক চোর চুরি করার সময় দ্বিধা করতে লাগলো। অবশেষে,ওই শহরে চোর বলতে আর কিছুই থাকলো না।