সূর্যদয়ের দেশ জাপান

পূর্ব এশিয়ার একটি দ্বীপ রাষ্ট্র হল জাপান।  জাপানের নামটি যে কাঞ্জি অনুসারে এসেছে, সেটির অর্থ হচ্ছে "সূর্য উৎস"। তাই প্রায়শই জাপানকে "উদীয়মান সূর্যের দেশ" বলা হয়।

সম্ভবত জাপানি নাম নিহন থেকে জাপান শব্দটি এসেছে। জাপানি ভাষায় এর উচ্চারণ হচ্ছে নিপ্পন। নিপ্পন (জাপান) শাব্দিক অর্থে সূর্যোদয়ের দেশ। কিন্তু জাপান প্রকৃতপক্ষে সূর্যোদয়ের দেশ নয়। সূর্য উদয়ের প্রথম প্রভাত উপভোগ করে এমন ছোট ছোট দ্বীপদেশ প্রশান্ত ও ভারত মহাসাগরের বুকে অনেক রয়েছে। রিপাবলিক অফ কিরিবাতি নামের প্রশান্ত মহাসাগরের মধ্যে একটি ছোট্ট দ্বীপদেশ আছে। ওই দ্বীপটি সূর্য উদয়ের প্রথম সাক্ষী। জাপানকে সবচেয়ে পূর্বের দেশ হিসেবে ইউরোপীয় উপনিবেশের সময় থেকে বিবেচনা করা হত। ইউরোপীয়রা জাপানকে নিপ্পন শাব্দিক অর্থ সূর্যের উৎপত্তির বিশ্লেষণ করে সূর্যোদয়ের দেশ হিসেবে প্রচার করে। সম্ভবত জাপানকে সবচেয়ে পূর্বের দেশ হিসেবে বিবেচনা করেই ইউরোপীয়রা সুর্যদয়ের দেশ বলে প্রচার করে ফেলে। তখন থেকেই আজও জাপান সূর্যোদয়ের দেশ হিসেবে পরিচিত।

জাপানের কিছু তথ্য

রাজধানী: টোকিও
জাতীয় ভাষা: জাপানি
জনসংখ্যা: ২০১৫ আনুমানিক ১২৬,৯১৯,৬৫৯ ও ২০১০ আদমশুমারি ১২৮,০৫৬,০২৬
আয়তন: ৩,৭৭,৯৪৪ বর্গকিলোমিটার, ১,৪৫,৯২৫ বর্গমাইল
মুদ্রা: ইয়েন
সময় অঞ্চল: ইউটিসি+৯
গাড়ী চালনার দিক: বাম
কলিং কোড: +৮১
ইন্টারনেট টিএলডি: .jp