স্কাই ড্রাইভের উড়ন্ত গাড়ীর প্রদর্শনী

 জাপানের উড়ন্ত গাড়ী গবেষণা প্রতিষ্ঠান স্কাই ড্রাইভ গত ২৫ আগস্ট ২০২০ তাদের নির্মিত একটি উড়ন্ত গাড়ীর প্রদর্শনি করে। SD 03 মডেলের মানব চালিত উড়ন্ত গাড়ীটি তারা প্রায় ১০,০০০ বর্গ-মিটার (২.৫ একর) সীমানার মধ্যে সফলভাবে চালিয়ে দেখান। এটাই জাপানে প্রথম মানব চালিত কোন গাড়ীর প্রদর্শনি এবং বিশ্বের সবচাইতে ক্ষুদ্র ভার্টিক্যাল টেক অফ (রান না করে মাটি থেকে সরাসরি উপরে উঠে যাওয়া) ও ল্যান্ডিং মডেল। 

SD-03-Sky-Drive-Flying-Car-2020
স্কাই ড্রাইভের প্রদর্শিত উড়ন্ত কার
Image credit: Skydrive Inc. 


পরীক্ষাটি বর্তমানে টয়োটা টেস্ট ফিল্ডের মধ্যে করা হলেও স্কাই ড্রাইভ ২০২০ সালের শেষ নাগাদ অনুমতি সাপেক্ষে টেস্ট ফিল্ডের বাইরেও আরো পরীক্ষামূলক উড্ডয়নের ব্যাপারে আশাবাদী এব‌ং ২০২৩ সাল নাগাদ তারা এটা ব্যবহারপযোগী করে  বাজারজাত করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

স্কাই ড্রাইভের উড়ন্ত গাড়ীটির বিভিন্ন টেকনিক্যাল দিক ও মানবচালিত 
প্রথম প্রদর্শনির ভিডিও।