পৃথিবীর সর্ব দক্ষিণে এন্টার্কটিকা মহাদেশ অবস্থিত। এন্টার্কটিকা মহাদেশ পৃথিবীর পঞ্চম বৃহত্তম মহাদেশ। এর আয়তন হচ্ছে ১,৪২,০০,০০০ বর্গকিলোমিটার, ৫৫,০০,০০০ বর্গমাইল। এন্টার্কটিকা মহাদেশের নামকরণ করা হয় অস্ট্রেলিয়া আবিষ্কারের পর "টেরা অস্ট্রালিস" শব্দটি থেকে। দক্ষিণ মেরু এন্টার্কটিকা মহাদেশে অবস্থিত।
এন্টার্কটিকা মহাদেশে কোন কোন দেশ অবস্থিত?
মূলত এন্টার্কটিকা মহাদেশে কোন দেশ নেই, কারণ এই অঞ্চলের তাপামাত্র সারা বছর হিমাংকের নিচে অবস্থান করে। গ্রীষ্মকালে এন্টার্কটিকা'র সব থেকে উষ্ণ অঞ্চলেও তাপমাত্র থাকে -১০ ডিগ্রী সেলসিয়াস এরও নিচে। আর সারা বছর গড় তাপমাত্রা থাকে -৬০ ডিগ্রী সেলসিয়াস। যার ফলে এখানে কোন মানুষ বসবাস করতে পারেনা। এখানে বিভিন্ন দেশের গবেষণাগার আছে এবং এইসব গবেষণাগারে নিয়োজিত প্রায় ১ থেকে ২ হাজার মানুষ সারা বছর অবস্থান করে। তবে এন্টার্কটিকা মহাদেশে কোন দেশ না থাকলেও এর বিভিন্ন অঞ্চল যুক্তরাজ্য, ফ্রান্স, নিউজিল্যান্ড, নরওয়ে, অস্ট্রেলিয়া, চিলি ও আর্জেন্টিনা এই ৭টি দেশ নিজেদের বলে দাবী করে।
অধিবাসীদের নাম: অ্যান্টার্কটিক
দেশসমূহ: ০
ইন্টারনেট টিএলডি:
.aq
জনসংখ্যা: ১,১০৬