মাউন্ট ফুজি একটি জীবন্ত আগ্নেয়গিরি

মাউন্ট ফুজি

জাপানের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হচ্ছে মাউন্ট ফুজি। মাউন্ট ফুজির উচ্চতা হচ্ছে ৩,৭৭৬.২৪ মিটার, ১২,৩৮৯ ফুট। এটি একটি জীবন্ত আগ্নেয়গিরি। এখানে সর্বশেষ ১৭০৭-০৮ সালে অগ্নুৎপাতের ঘটনা ঘটে। মাউন্ট ফুজি পর্যটক ও পর্বতারোহীদের কাছে একটি জনপ্রিয় স্থান। জাপানের তিনটি পবিত্র পর্বত রয়েছে। তার মধ্যে মাউন্ট ফুজি একটি। অন্য দুটি মাউন্ট তাতে ও মাউন্ট হাকু। এই পর্বতকে সংস্কৃতিক এলাকা হিসেবে ২০০৩ সালের ২২শে জুন বিশ্ব ঐতিহ্যের তালিকায় যুক্ত করা হয়।

উচ্চতা: ৩,৭৭৬ মিটার, ১২,৩৮৮ ফুট।
অবস্থান: মাউন্ট ফুজি জাপানের রাজধানী টোকিও থেকে ১০০ কিলোমিটার বা ৬০ মাইল দক্ষিণ-পশ্চিমে হনশু দ্বীপে অবস্থিত। এই পর্বতটিকে পরিষ্কার দিনে টোকিও থেকে দেখা যায়।

মাউন্ট ফুজির কয়েকটি ছবি





মাউন্ট ফুজির স্যাটেলাইট ভিউ



তথ্য সূত্র: মাউন্ট ফুজি, উইকিপিডিয়া