বাংলাদেশের জাতীয় পশুর নাম রয়েল বেঙ্গল টাইগার ( বাঘ )। রয়েল বেঙ্গল টাইগার সুন্দরবনে বসবাস করে। আর বাংলাদেশের জাতীয় পাখির নাম হচ্ছে দোয়েল। এটি বাংলাদেশের সর্বত্রই দেখা যায়।
রয়েল বেঙ্গল টাইগার
সুন্দবনের রয়েল বেঙ্গল টাইগার |
বড় বিড়াল জাতের অন্তর্ভুক্ত একটি স্তন্যপায়ী প্রাণী রয়েল বেঙ্গল টাইগার ( বাঘ )। রয়েল বেঙ্গল টাইগার ফেলিডি পরিবারের অন্তর্ভুক্ত সবচেয়ে বড় প্রাণী। বাঘ বাংলাদেশের জাতীয় পশু এবং ভারতেরও জাতীয় পশু। গোটা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় প্রাণী হচ্ছে বাঘ। পূর্ব ও দক্ষিণ এশিয়ার অনেক এলাকায় বাঘকে দেখা যায়।
দোয়েল পাখি
বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল |
প্যাসেরিফরম বর্গের অন্তর্গত একটি পাখি দোয়েল। "Copsychus saularis" এটি হচ্ছে দোয়েল পাখির বৈজ্ঞানিক নাম। দোয়েল পাখিকে ওলন্দাজ ভাষায় বলা হয় Dayteallijsr আর ফরাসী ভাষায় Shama dayal এবং ইংরেজীতে বলা হয় Magpie Robin। এই পাখির বাংলা নামের সাথে ওলন্দাজ ও ফরাসী নামের মিল রয়েছে। পাখিটি বাংলাদেশে যেমন দেখা যায় তেমনি ভারতের জনবসতির আশেপাশেও দেখা যায়। দোয়েল অনেক ছোট পাখিদের মধ্যে অন্যতম। খুব ভোর বেলায় গ্রামে দোয়েল পাখির কলকাকলি শোনা যায়।
তথ্য সুত্র: বাঘ, উইকিপিডিয়া
দোয়েল পাখি, উইকিপিডিয়া