মিশরের রাজধানী কায়রোর পরিচয়

মিশরের রাজধানী হচ্ছে কায়রো। ধারণা করা হয় যে, এই শহরের সন্নিকটে প্রাচীন মিশরীয় বাবিলন শহর অবস্থিত ছিল। কায়রোর অবস্থান নীল নদের ব-দ্বীপ এর শীর্ষ ভাগে। ৯৬৯ সালে, ফাতিমীয় সেনাপতি জওহর কর্তৃক কায়রো প্রতিষ্ঠিত হয়। এই শহর ১২শ শতকে ক্রুসেডারদের আক্রমণের শিকার হয়। মামলূক সাম্রাজ্যের শাসন ছিল ১৩শ থেকে ১৬শ শতকের প্রথম দিক পর্যন্ত আর উস্‌মানীয় সাম্রাজ্যের শাসন ছিল ১৫১৭-১৭৯৮ পর্যন্ত। নেপোলিয়নের অধিকারে ছিল ১৭৯৮-১৮০১ সাল। কায়রো শহর ১৮৮২-১৯৩৬ সাল ব্রিটিশ অধিকারে থাকে। কায়রোতে মিত্র বাহিনীর মধ্যপ্রাচ্য রণাঙ্গণের সদর দপ্তর দ্বিতীয় বিশ্বযুদ্ধে অবস্থিত ছিল।

Ibn Tulun Mosque


দেশ: মিশর
আয়তন: ৬০৬ বর্গকিমি বা ২৩৪ বর্গমাইল
উচ্চতা: ২৩ মিটার বা ৭৫ ফুট
জনসংখ্যা (2017): ৯৫,০০,০০০