এশিয়া ও ইউরোপের মধ্যবর্তী সীমান্ত এলাকায় অবস্থিত একটি অঞ্চলকে বলা হয় ককেসাস বা ককেসিয়া। মূলত ককেসাসের অবস্থান হচ্ছে কৃষ্ণ সাগর এবং কাস্পিয়ান সাগরের মাঝে। ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এলব্রুস পর্বত ককেসাস পর্বতমালায় অবস্থিত। এই পর্বতটির উচ্চতা হচ্ছে ৫,৬৪২ মিটার, ১৮,৫১০ ফুট।
উত্তর ও দক্ষিণভাগে ককেসাস অঞ্চলটি বিভক্ত – উত্তর অংশটি উত্তর ককেসাস এবং দক্ষিণ অংশটি ট্রান্সককেসাস নামে পরিচিত। রাশিয়া ফেডারেশনে বৃহত্তর ককেসাস পর্বতমালা অঞ্চলটির উত্তরভাগ অন্তর্ভুক্ত। অন্যদিকে জর্জিয়া, আর্মেনিয়া, আজারবাইজান প্রভৃতি কতগুলো স্বাধীন দেশের মধ্যে লেসার ককেসাস পর্বতশ্রেণী বিভক্ত। ট্রান্সককেসিয়া উত্তরপশ্চিমে ইরান, পূর্বদিকে কাস্পিয়ান সাগর এবং পশ্চিম দিকে তুরস্কের উত্তরপূর্বাঞ্চল পর্যন্ত বিস্তৃত।
দেশসমূহ: জর্জিয়া, আজারবাইজান, আর্মেনিয়া, রাশিয়া
বিশেষণ: ককেসিয়ান
তথ্য সুত্র: ককেসাস, উইকিপিডিয়া