আমাজন কোথায় অবস্থিত?

দক্ষিণ আমেরিকার আমাজন নদী বিধৌত অঞ্চলে আমাজন বা আমাজন অরণ্য অবস্থিত। ব্রাজিল, পেরু, কলম্বিয়া, ভেনেজুয়েলা, ইকুয়েডর, বলিভিয়া, গায়ানা, সুরিনাম, ফ্রান্স (ফরাসি গায়ানা) এই ৯ টি দেশ নিয়ে এই অরণ্য বিস্তৃত হয়েছে। এই বনে বৃক্ষ রয়েছে প্রায় ৩৯০ বিলিয়ন যা প্রায় ১৬০০০ প্রজাতিতে বিভক্ত। আমাজন অরণ্য থেকে পৃথিবীর ২০% অক্সিজেন আসে যার জন্য এই অরণ্যকে পৃথিবীর ফুসফুস বলা হয়।

ক্ষেত্র: ৫৫,০০,০০০ বর্গকিলোমিটার, ২১,২৩,৫৬২ বর্গমাইল

 আমাজনের কিছু চিত্র






আমাজনের স্যাটেলাইট ভিউ



তথ্য সূত্র: আমাজন অরণ্য, উইকিপিডিয়া